সর্বশেষ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট পাস’ চুক্তির দাবি ভিত্তিহীনঃ মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী

প্রকাশিত: ২৩ অগাস্ট ২০২৫, ২২:০৪
“সম্প্রতি টিওয়াইটি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সফরের সময়ও এমন কোনো সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়নি। এই বিষয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত অনভিপ্রেত।”
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট পাস’ চুক্তির দাবি ভিত্তিহীনঃ মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির। শনিবার এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ‘গ্র্যাজুয়েট পাস’ প্রদানের কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছায়নি।

 

সম্প্রতি কেদাহ রাজ্যের আইনসভায় স্থানীয় রাজনীতিক ড. হাইম হিলমান দাবি করেন, বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে মালয়েশিয়া ১০ হাজার শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করছে, যা তাদের দেশটিতে কাজের সুযোগ দেবে। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

এর জবাবে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ড. হাইম হিলমানের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল তথ্যের ওপর নির্ভর করে দেওয়া হয়েছে। মন্ত্রী ড. জাম্ব্রি বলেন, “শুধুমাত্র একটি সংবাদপত্রের প্রতিবেদনকে ভিত্তি করে এমন গুরুতর অভিযোগ তোলা দায়িত্বজ্ঞানহীন। আমি স্পষ্ট করে বলতে চাই, মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোনো গ্র্যাজুয়েট পাস চুক্তি স্বাক্ষর করেনি।”

 

তিনি আরও বলেন, “সম্প্রতি টিওয়াইটি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সফরের সময়ও এমন কোনো সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়নি। এই বিষয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত অনভিপ্রেত।”

 

মন্ত্রী ড. জাম্ব্রি হিলমানকে ভবিষ্যতে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে আরও সতর্ক হয়ে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “একজন শিক্ষাবিদ হিসেবে তার উচিত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলা। অনুমান বা ভুল তথ্য ছড়িয়ে অ্যাকাডেমিক নীতিমালার ক্ষতি করা উচিত নয়।”

 

বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের ভিত্তিতে ‘বিষয়বস্তু’ ভাইরাল করার সংস্কৃতি বন্ধ করা জরুরি। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অধিকার কারও নেই।

সব খবর