সর্বশেষ

সম্পর্কিত

হৃদরোগীদের জন্য স্বস্তির বার্তাঃ হার্টের রিংয়ের দাম কমলো

Md Ahad পাবনা
প্রকাশিত: ৬ অগাস্ট ২০২৫, ১২:৫৭
হৃদরোগীদের জন্য স্বস্তির বার্তাঃ হার্টের রিংয়ের দাম কমলো

হৃদরোগীদের জন্য আশার আলো জ্বালিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি বড় কোম্পানির করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম পুনর্নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্টেন্টের দাম ৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে সহায়ক হবে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, অ্যাবট, বোস্টন সায়েন্টিফিক ও মেডট্রনিক কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে অ্যাবটের 'সিনার্জি এক্সডি' স্টেন্টে, যার পূর্ববর্তী মূল্য ছিল ১ লাখ ৮৮ হাজার টাকা, এখন তা কমিয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে 'জায়েন্স এক্সপেডিশন' স্টেন্টের দাম ৭১ হাজার ৫০০ টাকায় অপরিবর্তিত থাকছে। 

 

চিঠিতে আরও বলা হয়েছে, হাসপাতালগুলো স্টেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ সার্ভিস চার্জ নিতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নতুন মূল্য বাস্তবায়ন ও পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। 

 

বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ, কর, ভ্যাট, কমিশন এবং কোম্পানির যুক্তিসংগত লাভ বিবেচনায় নিয়ে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। স্টেন্ট হলো একটি ফ্লেক্সিবল টিউব, যা হৃদপিণ্ডে রক্তপ্রবাহ বাড়াতে শিরায় স্থাপন করা হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সহায়ক।

 

এই পদক্ষেপকে হৃদরোগীদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ চিকিৎসা ব্যয়ের উচ্চতা অনেক সময়ই রোগীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। নতুন মূল্য তালিকা ব্যাপকভাবে প্রচার করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে রোগীরা সহজেই সঠিক তথ্য পেতে পারেন এবং অতিরিক্ত খরচের শিকার না হন।

সব খবর