সর্বশেষ

যেহেতু এন্ড সেহেতু

প্রকাশিত: ১০ অগাস্ট ২০২৫, ০২:০৩
যেহেতু এন্ড সেহেতু

যেহেতু এন্ড সেহেতু

[উৎসর্গ : আরিফ জেবতিক প্রীতিভাজনেষু ] 

 

যেহেতু আর সেহেতুরা

লাফাইতেছি উরাধুরা--

 

একাত্তরকে মুইছা দিসি

লাগাম হাতে পাইছি পুরা,

অই দেখা যায় পিন্ডি লাহোর

পেশোয়ারের পাহাড়চূড়া!!

 

যেহেতু আর সেহেতুরা--

টাকার জোসে কী ফুরফুরা!

খুনের সনদ ল্যাখছে কাকায়

খাইতে খাইতে সুদের কুঁড়া!

 

যেহেতু আর সেহেতুরা--

লাগাম ছাড়া 'পাগলা ঘুড়া!'

সংবিধানের সান্ডে মান্ডে

কইরা দিসি ঝুরা ঝুরা!!

রিসোর্টে যাই মাস্তি করি

ককসোবাজার লাক্কাতুরা!

ইবলিশেরা লাগছে পিছে

কইরা দিতে হাড্ডি গুঁড়া!!

 

যেহেতু আর সেহেতুরা--

নাচছি তবু উরাধুরা!!...

ত্যামনে নাচি য্যামনে নাচায়

পালের গোদা পাকনা বুড়া...

 

অটোয়া, ০৬ আগস্ট ২০২৫

সাহিত্য থেকে আরও পড়ুন
সব খবর