সর্বশেষ

মিরপুরের পিচ নিয়ে সন্তুষ্ট নয় বিসিবি, পরিবর্তনের আভাস

প্রকাশিত: ৬ অগাস্ট ২০২৫, ১২:৫৭
“পিচটা যেন স্পোর্টিং হয়, সেই চেষ্টাটা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। বোর্ডের পক্ষ থেকে কখনোই বলা হয়নি যে পিচটা স্লো আর লো রাখতে হবে।”
মিরপুরের পিচ নিয়ে সন্তুষ্ট নয় বিসিবি, পরিবর্তনের আভাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার জানিয়েছে, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনএস) পিচ নিয়ে তারা মোটেই সন্তুষ্ট নয়। দীর্ঘদিন ধরেই পিচ নিয়ে অভিযোগ থাকলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে স্বীকার করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।

 

তিনি বলেন, “পিচটা যেন স্পোর্টিং হয়, সেই চেষ্টাটা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। বোর্ডের পক্ষ থেকে কখনোই বলা হয়নি যে পিচটা স্লো আর লো রাখতে হবে।”

 

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও মিরপুরের মন্থর পিচ নিয়ে তীব্র সমালোচনা হয়। প্রথম দুটি ম্যাচে ব্যাটারদের শট খেলতে সমস্যা হওয়ায় অনেকেই বলছেন, এই পিচে স্বাগতিকরা বাড়তি সুবিধা পেয়েছে। তৃতীয় ম্যাচে তুলনামূলক ভালো পিচে বাংলাদেশের দুর্বলতা প্রকাশ পায়।

 

নাজমুল বলেন, “আমরা অনেকবার বাউন্সি উইকেট চেয়েছি, কিন্তু বাস্তবে তা হয়নি। পরিবেশ, মাটির ধরন কিংবা বেশি ম্যাচ খেলার অজুহাত দেখানো হয়। সম্ভবত পুরো মাটি পরিবর্তন করতে হবে বা প্রস্তুতির পদ্ধতি বদলাতে হবে।”

 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সম্প্রতি বলেন, কালো মাটি ব্যবহারের কারণে বল দ্রুত রঙ হারিয়ে ফেলে, যা ব্যাটসম্যানদের জন্য দেখার সমস্যা তৈরি করে। এ মন্তব্যের সাথে একমত পোষণ করেন নাজমুল।

ক্রিকেট থেকে আরও পড়ুন
সব খবর