সর্বশেষ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

প্রকাশিত: ১৭ অগাস্ট ২০২৫, ১৫:৫২
“এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এটি পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার সুযোগ এনে দেবে।”
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এশিয়া কাপ শেষে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অক্টোবর মাসে দুটি সিরিজ খেলবে দুই দল—প্রথমে টি-টোয়েন্টি, পরে ওয়ানডে। শনিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

 

তারিখ

ম্যাচ

২ অক্টোবর

১ম টি-টোয়েন্টি

৪ অক্টোবর২য় টি-টোয়েন্টি
৬ অক্টোবর৩য় টি-টোয়েন্টি
৯ অক্টোবর১ম ওয়ানডে
১১ অক্টোবর২য় ওয়ানডে
১৪ অক্টোবর৩য় ওয়ানডে

 

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর এবং শেষ হবে ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৯ অক্টোবর থেকে। বাকি দুটি ম্যাচ যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর। তবে ভেন্যু ও খেলার সময় এখনো চূড়ান্ত হয়নি।

 

এর আগে একই ভেন্যুতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ হবে আফগানরা।

 

সিরিজ প্রসঙ্গে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেন, “এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এটি পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার সুযোগ এনে দেবে।”

 

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে ভারতের গ্রেটার নয়দায় আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সূচি অনুযায়ী দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে পুরো সিরিজই বাতিল হয়।

 

নতুন ঘোষিত সূচি অনুযায়ী এবার আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ফলে এশিয়া কাপে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার এক মাস পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে টাইগাররা। ভক্তদের জন্য এটি বাড়তি আনন্দ ও উত্তেজনা বয়ে আনবে।

সব খবর