নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে দীর্ঘদিন পর ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ও উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
শুক্রবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটন দাসের নেতৃত্বে টাইগাররা আসন্ন দুটি প্রতিযোগিতায় মাঠে নামবে। তবে দল থেকে ছিটকে গেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও টপ অর্ডার ব্যাটার নাঈম শেখ। তারা এবার কেবল স্ট্যান্ডবাই তালিকায় থাকছেন। তাদের সঙ্গে আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সোহানকে। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি। অন্যদিকে সাইফ সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। যদিও ২০২৩ সালের এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দলে ছিলেন তিনি, তবে মূল দলে ফিরলেন প্রায় চার বছর পর।
ঘোষিত স্কোয়াডে ব্যাটিং বিভাগে লিটন, সাইফ ও সোহানের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও শামিম হোসেন। বোলিং আক্রমণে আছেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অলরাউন্ডার হিসেবে থাকছেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজ শেষে বাংলাদেশ দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে।
টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।