সর্বশেষ

গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগে সম্পাদক পরিষদের প্রতিবাদ

প্রকাশিত: ১৪ অগাস্ট ২০২৫, ১৫:৫৭
গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগে সম্পাদক পরিষদের প্রতিবাদ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ গণমাধ্যমের বিরুদ্ধে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগ তোলা হয়েছে। এতে বলা হয়, গণমাধ্যম ‘অভ্যুত্থানে’ জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে এবং ‘গোয়েন্দা সংস্থার মুখপত্র’ হিসেবে কাজ করছে।

 

এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ এসব মন্তব্যকে দুঃখজনক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করছে।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ‘অভ্যুত্থানে’ অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম সাহসিকতার সঙ্গে তথ্য তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সাংবাদিকরা নানা নিপীড়ন ও হয়রানির শিকার হয়েছেন। ‘অভ্যুত্থান’ চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন ও ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো বিষয়গুলো গণমাধ্যম সাহসের সঙ্গে তুলে ধরেছে। 

 

‘অভ্যুত্থান’-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলেও গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গঠনমূলক ভূমিকা রাখছে এবং সরকারের সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরছে।

 

সম্পাদক পরিষদ সকল পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাহসিকতাকে সম্মান করার অনুরোধ জানিয়েছে।

সব খবর