প্রখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সাম্প্রতিক আলোচিত চলচ্চিত্র ‘ডিয়ার মা’ এবার গানকে কেন্দ্র করে ভিন্নধর্মী এক প্রতিযোগিতার আয়োজন করেছে। ছবিটির বিশ্ব পরিবেশক বায়োস্কপ ফিল্মস আয়োজন করেছে ‘ডিয়ার মা নর্থ আমেরিকা চ্যালেঞ্জ’, যা যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ছবিটির টাইটেল ট্র্যাকের কাভার গেয়ে পাঠাচ্ছেন। গানটি গেয়েছেন জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী পাপন (অঙ্গরাগ মোহন্ত)। অনলাইনে ঘোষণার পর আমেরিকা ও কানাডার একাধিক শিল্পী তাঁদের কাভার গান পাঠান। বর্তমানে চলছে প্রাথমিক বাছাই প্রক্রিয়া।
বিচারক প্যানেলে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও সংগীত ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে আছেন পিংক, কড়ক সিং, অন্তহীন, অনুরণনখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী, ভারতের সংগীত পরিচালক বিক্রম ঘোষ এবং বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক।
কোলাহল টকিজের প্রধান নির্বাহী তানভীর তারেক জানান, “চলচ্চিত্র বিপণনের পাশাপাশি গান নিয়ে এ ধরনের উদ্যোগ নতুন এক উদাহরণ হয়ে থাকবে। ডিজিটাল কনসালট্যান্ট হিসেবে কোলাহল কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যে বিপুল সাড়া পাওয়া আমাদের জন্য আনন্দের।” তিনি আরও বলেন, প্রবাসী তরুণ শিল্পীরা এই আয়োজন থেকে উৎসাহ ও নতুন প্ল্যাটফর্ম পাবেন।
মূল বাছাই শেষে বিজয়ীর নতুন গান প্রকাশিত হবে ইটারনাল সাউন্ডসে। এছাড়া একটি বিশেষ মিউজিক ভিডিও নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী।
প্রতিযোগিতা নিয়ে ছবির অভিনেত্রী জয়া আহসান বলেন, “এটি সত্যিই অভিনব উদ্যোগ। কলকাতা ও আমেরিকায় আলাদা আয়োজন করা হয়েছে। তরুণদের জন্য এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”
নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী জানান, বায়োস্কপের রাজ হামিদ ও কোলাহলের তানভীরের সঙ্গে দৃঢ় অংশীদারত্ব তৈরি হয়েছে। এই প্রতিযোগিতা তারই ফল। ভবিষ্যতে নতুন শিল্পী তৈরি ও উৎসাহ দিতে আরও কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।