সর্বশেষ

সম্পর্কিত

হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন ৫ দিনের রিমান্ডে

“তিনি ভাড়ায় রিকশা চালান। সাত হাজার টাকা দিয়ে রিকশা কেনার সামর্থ্য তার নেই। বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে গিয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ায় আমরা সবাই খুশি।”- আজিজুরের প্রতিবেশী

আমার স্বামী বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে গিয়েছেনঃ রিকশাচালকের স্ত্রী চুমকি

অ্যাম্বুলেন্স আটকে নবজাতকের মৃত্যুঃ মূলহোতা সবুজ দেওয়ান গ্রেপ্তার

ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সদ্য স্বাধীন দেশে আমাদের সমস্যাগুলো ছিল বহুমাত্রিক। দেশ পুনর্গঠনে দিন-রাত জাতির পিতা পরিশ্রম করে যাচ্ছিলেন তখন। যুদ্ধবিধ্বস্ত দেশে সবকিছুরই অভাব। ৯ মাসের যুদ্ধে আমাদের সমস্ত অবকাঠামো ধ্বংস করে গেছে পাকিস্তানি সেনাবাহিনী। রিজার্ভে ছিল না কোনো টাকা। বাংলাদেশকে একেবারেই শূন্য থেকে শুরু করতে হয়েছিল জাতির পিতাকে। সেই সাথে ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র। যে বৃহৎ শক্তিগুলো আমাদের স্বাধীনতা চায়নি, তারাই আন্তর্জাতিক ফুড পলিটিক্স থেকে শুরু করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র এবং 'তলাবিহীন ঝুড়ি' আখ্যা দিয়ে আমাদের অগ্রযাত্রাকে রুদ্ধ করতে চেয়েছে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক সিদ্ধান্তঃ যে দিন বদলে গিয়েছিল আমাদের জ্বালানি খাতের ভাগ্য

সাদাপাথর থেকে রাংপানি—সিলেটে থামছে না পাথর-বালু লুট

গ্যাসচোরদের সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য, বদলায়নি চিত্র

পুরান ঢাকায় ঐতিহাসিক পানির ট্যাংকের জায়গা দখলে তৎপর প্রভাবশালীরা

১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, বাসার কাজের ছেলের হাতে খুন স্কুল ছাত্র তামিম

পাহাড়ে ভূমি বেদখল ও সেটলার পুনর্বাসনের তালিকা প্রকাশের দাবি

বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলে অংশ নেওয়ায় কারাগারে ইমাম-মুয়াজ্জিনসহ ৪ জন

প্রকাশিত: ১৮ অগাস্ট ২০২৫, ০১:১৩
বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলে অংশ নেওয়ায় কারাগারে ইমাম-মুয়াজ্জিনসহ ৪ জন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার ঘটনায় এক ইমাম, এক মুয়াজ্জিন ও দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ইউনিয়ন যুবলীগের সদস্য মেহেদী হাসান সুমন ও আবদুল করিম, সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন এবং মুয়াজ্জিন নজরুল ইসলাম।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে মসজিদের ইমাম ইমাম উদ্দিন ও মুয়াজ্জিন নজরুল ইসলাম দোয়া পরিচালনা করেন। পরে ওই মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনায় কবিরহাট থানার এসআই আনিস আল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার চারজন ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ কার্যক্রম হিসেবে ওই দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা অংশ নেন। পরে ভিডিওটি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে এবং শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সব খবর