কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় দৈনিক ‘আজকের সূত্রপাত’ পত্রিকার সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজে যাওয়ার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে রড ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
ফিরোজ মিরপুর উপজেলা প্রতিনিধি এবং প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি একটি স্থানীয় এনজিওর নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। হামলায় তার বাঁ পা, ডান হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত সপ্তাহে ফিরোজের নাতির সঙ্গে প্রতিবেশী মিলনের ছেলের ঝগড়ার ঘটনায় ফিরোজ ওই ছেলেকে থাপ্পড় দেন। বিষয়টি মিরপুর থানা পুলিশের মাধ্যমে মীমাংসা হলেও মিলন ক্ষিপ্ত ছিলেন। আজ ভোরে নামাজে যাওয়ার সময় মিলনসহ কয়েকজন ফিরোজকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে।
মিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জোয়ার্দ্দার জানান, ফিরোজের মাথায় ১৮টি সেলাই পড়েছে এবং তার বাম পায়ের একাধিক জায়গা ভেঙে গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ইমাম বলেন, “ফিরোজের সারা শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে একাধিক দল মাঠে কাজ করছে। তবে ঘটনার পরও হামলাকারীরা পলাতক রয়েছে।
সাংবাদিক সমাজ ও স্থানীয় নাগরিকরা এই হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।