সর্বশেষ

ভোলাগঞ্জ সাদা পাথরে পানি স্প্রে, সমালোচনার ঝড়

প্রকাশিত: ১৮ অগাস্ট ২০২৫, ১৪:২৯
ভোলাগঞ্জ সাদা পাথরে পানি স্প্রে, সমালোচনার ঝড়

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে চলছে অদ্ভুত এক উদ্যোগ। দীর্ঘদিন ধরে অবাধ লুটপাট ও প্রশাসনের নীরবতায় ক্ষতবিক্ষত এই এলাকায় শনিবার (১৬ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিস কর্মীরা পানি স্প্রে করে পাথরের ক্ষত ঢাকার চেষ্টা চালান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

 

স্থানীয়রা জানান, পাথর উত্তোলনকারীদের অবৈধ কার্যক্রমে ভোলাগঞ্জ সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে নষ্ট হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে প্রাকৃতিকভাবে ক্ষতস্থান ভরাট হওয়ার সুযোগ থাকলেও প্রশাসনের উদ্যোগে শ্রমিক দিয়ে গর্ত ভরাট করা হয় এবং পরে ফায়ার সার্ভিসকে দিয়ে পানি ছিটানো হয়। এতে অনেকে একে "অযৌক্তিক ও দায়সারা" কাজ বলে মন্তব্য করছেন।

 

ফেসবুকে নেটিজেনরা লিখেছেন, "প্রশাসন লুটপাট রোধ করতে না পেরে এখন নাটক করছে।" কেউ কেউ বলেন, "যেখানে প্রাকৃতিক প্রবাহই সমস্যার সমাধান করত, সেখানে কৃত্রিমভাবে পানি স্প্রে করে কেবল চোখে ধুলো দেওয়া হচ্ছে।"

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া জানান, প্রশাসনের নির্দেশেই শ্রমিকরা গর্ত ভরাটের কাজ করেছেন। সেই গরম বালু ঠাণ্ডা করা এবং নিচের পাথর ভাসানোর জন্যই পানি স্প্রে করা হয়েছে।

 

তবে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণ ও পর্যটকরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা মনে করেন, প্রকৃত সমস্যা সমাধান না করে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখাতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সব খবর