সর্বশেষ

রাজশাহীতে অনিন্দ্যর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, পুকুরে কিছুই মেলেনি

প্রকাশিত: ১৬ অগাস্ট ২০২৫, ২১:১০
অনিন্দ্য (৩৫) মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই।
রাজশাহীতে অনিন্দ্যর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, পুকুরে কিছুই মেলেনি

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে বাড়ি সংলগ্ন পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও কোনো অস্ত্র বা গোলাবারুদ মেলেনি। শনিবার বিকেল ৪টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ তথ্য জানান।

 

এর আগে শুক্রবার গভীর রাত থেকে সেনাবাহিনী ও রাজশাহী মহানগর পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। শনিবার দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প, ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন— প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মুনতাসিরুল আলম অনিন্দ্য, মো. রবিন ও মো. ফয়সাল।

 

অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুল অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার, বিদেশি মদ, নগদ ৭৪৪৫ টাকা এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ। সেনাবাহিনী জানায়, নাইট্রোজেন কার্টিজগুলো বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে। সেগুলো ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, অনিন্দ্য (৩৫) মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই। প্রতিষ্ঠানটির অবস্থানও লিটনের পৈত্রিক বাড়িতে।

 

উল্লেখ্য, অনিন্দ্য ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও গ্রেপ্তার হয়েছিলেন।

 

শনিবার দুপুরে অনিন্দ্যর বাড়ির সামনের পুকুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অস্ত্রের খোঁজে তল্লাশি চালালেও কিছু পাওয়া যায়নি। পরে পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, আটক তিনজনকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

সব খবর