জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক এক নেতার উপর হামলার অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। রবিবার দুপুর দেড়টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভা শেষে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাফায়াত তূর্য, বৈছাআ জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব, বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
সাফায়াত তূর্য সাংবাদিকদের বলেন, “ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০-২৫ জন আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে।” তিনি দাবি করেন, “কয়েকদিন আগে আমার ফেসবুক পোস্টে আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছিলাম। সেই পোস্টের জের ধরেই এই হামলা।”
বৈছাআ’র জামালপুর জেলা শাখার সাবেক নেত্রী দিয়া বলেন, “আমি, তূর্য এবং আরও একজন বন্ধু কথা বলছিলাম। এক যুবক এসে তূর্যকে অভিবাদন জানানোর পর হঠাৎই ২০-২৫ জন লোক এসে হামলা চালায়।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আবিদ সৌরভ। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কে হামলা করেছে জানি না। তূর্য আহত হয়েছে শুনে আমি নিজেই হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছি।”
সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, হামলার ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় রাজনৈতিক মহলে হামলার ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। বৈছাআ নেতারা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা হয়েছে। অন্যদিকে এনসিপি নেতারা অভিযোগ করছেন, বৈছাআ একটি ‘ভাঙা সংগঠন’ হওয়ায় তাদের নাম ঘিরে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।