সর্বশেষ

রংপুরে চোর 'সন্দেহে' দুইজনকে পিটিয়ে হত্যা, স্বজনদের দাবি পরিকল্পিত খুন

প্রকাশিত: ১১ অগাস্ট ২০২৫, ২২:৫৮
‘আমার স্বামী ও ভাগনি জামাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশে আইন থাকলে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটত না।’— রূপলালের স্ত্রী
রংপুরে চোর 'সন্দেহে' দুইজনকে পিটিয়ে হত্যা, স্বজনদের দাবি পরিকল্পিত খুন

রংপুরের তারাগঞ্জে চোর অপবাদ দিয়ে মেয়ের বিয়ের কথা সেরে ফেরার পথে এক বাবা ও তার ভাগনি জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, এটি পরিকল্পিতভাবে সংঘটিত খুন। নিহতরা হলেন—তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী বুড়িরহাট এলাকার মুচি রূপলাল দাস (৪৫) ও মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান গ্রামের প্রদীপ দাস (৩৫)।

 

পুলিশ ও স্বজনরা জানান, রূপলালের মেয়ে নুপুরের বিয়ের কথাবার্তা চলছিল। এ বিষয়ে আলোচনা ও দিন-তারিখ ঠিক করতে শনিবার (৯ আগস্ট) রাতে প্রদীপ দাস ভ্যান চালিয়ে রূপলালের বাড়ির উদ্দেশে আসেন। একই দিনে সামাজিক রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানের জন্য সৈয়দপুরের একটি ভাটিখানা থেকে স্পিড ড্রিংকের বোতলে বাংলা মদ সংগ্রহ করে রূপলাল ও প্রদীপ ফিরছিলেন।

 

রাত ৮টার দিকে সয়ার ইউনিয়নের ফরিদাবাদ মোড়সংলগ্ন বটতলা এলাকায় স্থানীয় কয়েকজন যুবক তাদের ব্যাগে থাকা মদ দেখে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। মুহূর্তেই লোকজন জড়ো হয়ে কোনও কথা না শুনে দুজনকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই রূপলাল মারা যান এবং গুরুতর আহত প্রদীপকে হাসপাতালে নেওয়া হলে রোববার ভোরে তারও মৃত্যু হয়।

 

রবিবার দুপুরে নিহত রূপলালের বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী ভারতী দাস শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন। তিনি অভিযোগ করেন, ‘আমার স্বামী ও ভাগনি জামাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশে আইন থাকলে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটত না।’ একই দাবি জানান নিহতের মেয়ে নুপুর দাস, যিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমাদের এতিম করে দেওয়া হলো, আমরা বিচার চাই।’

 

নিহতের বৃদ্ধা মা লালিচা দাসও শোকে অজ্ঞান হয়ে পড়েন। তিনি বলেন, ‘রূপলালই সংসার চালাতেন। এখন সংসার চলবে কীভাবে? খুনিদের বিচার চাই।’

 

রূপলালের ভাতিজা রনি দাস ও সরেন দাস অভিযোগ করেন, ঘটনাটি পরিকল্পিত। নিহতরা চোর নন, তারা মুচির কাজ করতেন এবং জীবিকা নির্বাহ করতেন সৎ পথে।

 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

সব খবর