রাজধানীর মৌচাক মোড়ে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পার্কিং এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের বেজমেন্টে রাখা একটি প্রাইভেটকারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাইভারের সিটের পাশে একজন এবং গাড়ির পেছনের সিটে আরেকজনের মরদেহ ছিল। দুইজনের মুখ ও মাথা থেতলানো থাকলেও শরীরের অন্যান্য অংশ অক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে তাদের গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি।
রমনার ডিসি মাসুদ আলম জানান, বেজমেন্টে রাখা প্রাইভেটকারের ভেতরে ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজনকে পাওয়া যায়। গাড়িটির মালিক জোবায়ের আহমেদ সৌরভের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের স্বজন হাসপাতালটিতে ভর্তি আছেন। বেজমেন্ট এলাকায় বাতাস চলাচল কম এবং তীব্র গরম থাকায় মরদেহ পচে গেছে। খবর পেয়ে সকাল ১১টা ৫০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশ জানায়, গাড়িটি গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে এসে পৌঁছায়। গাড়ির মডেল টয়োটা ফিল্ডার এক্স। ঘটনার কারণ ও নিহতদের পরিচয় উদঘাটনে তদন্ত চলছে।