শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী ‘স্মৃতির বিজয় ২০২৫’- শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। শুক্রবার এক আমন্ত্রণপত্রের মাধ্যমে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটি জানায়, প্রতিবছরের ন্যায় এবারও একাত্তরের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া জাতির সূর্যসন্তান, বুদ্ধিজীবীদের স্মরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আয়োজনের সূচনা হবে। পরবর্তী দুইদিন মুক্তিযুদ্ধবিষয়ক উন্মুক্ত চলচ্চিত্র প্রদশর্নী, ফানুস উড্ডয়ন, আলোক প্রজ্জ্বলন ও দেওয়াল চিত্রসহ নানা আনন্দ-উদ্দীপনার মধ্য
দিয়ে উদযাপিত হবে মহান বিজয় দিবস।
বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ সংগঠনগুলোর একটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ১৯৬০-এর দশকে প্রতিষ্ঠার পর থেকে চলচ্চিত্র সংস্কৃতি প্রসার, দর্শক সচেতনতা তৈরি এবং চলচ্চিত্র বিশ্লেষণ ও চর্চাকে স্মরণীয়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সংগঠনটি। ডিইউএফএস বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সদস্য এবং বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্যও পরিচিত।
সংগঠনটির সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন হলো ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। বাংলা ভাষার চলচ্চিত্রকে সাধারণ দর্শকের কাছে পরিচিত এবং আকর্ষণীয় করে তুলতে প্রতি বছর এ উৎসব আয়োজন করা হয়। ২০০২ সালে ভাষা আন্দোলনের ৫০ বছর উপলক্ষে প্রথম এ উৎসব শুরু হয় এবং ২০০৭ সাল থেকে এটি নিয়মিতভাবে ‘আমার ভাষার চলচ্চিত্র’ নামেই অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৭ সাল থেকে উৎসবের সেরা বাংলা চলচ্চিত্রকে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘হীরালাল সেন পদক’।
এ ছাড়া ডিইউএফএস ২০০৭ সাল থেকে আয়োজন করছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নির্মাতারা এই উৎসবে অংশ নেন। ২০১৭ সালের আসরে ৯৬টি দেশ থেকে জমা পড়েছিল ১৭০২টি চলচ্চিত্র। নির্বাচিত ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হয় রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র, টিএসসি মিলনায়তন এবং স্টার সিনেপ্লেক্সে। উৎসবের সেরা চলচ্চিত্র ‘জহির রায়হান পদক’ এবং সেরা বাংলাদেশি চলচ্চিত্র ‘তারেক মাসুদ পদক’ পেয়ে থাকে।
চলচ্চিত্রচর্চা বিস্তারে ডিইউএফএস নিয়মিত আয়োজন করে পাঠচক্র, ফিল্ম ওরিয়েন্টেশন কোর্স, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স এবং সেমিনার। নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘ফিল্ম ফর ফ্রেশার্স’। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে সংসদের সদস্য হতে পারেন।
জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে টিএসসি প্রাঙ্গণে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীও আয়োজন করে সংগঠনটি।