সর্বশেষ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গ্রামবাংলার জয়া আহসান

তারকা জীবনের বাইরে মেঠো পথ আর বাটা মশলার টান

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩০
তারকা জীবনের বাইরে মেঠো পথ আর বাটা মশলার টান

জয়া আহসান বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের একজন। ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। বর্তমানে বাংলাদেশে আছেন জয়া আহসান। তিনি জানিয়েছেন সম্ভবত ৬ ই ফেব্রুয়ারী সৌকর্য ঘোষাল পরিচালিত তার 'ওসিডি' ছবিটি মুক্তি পাবে। ছবিটি মুক্তি পেলে তিনি আবার কলকাতায় ফিরে যাবেন।


সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যায় জয়া আহসান তার গ্রামের বাড়ীতে একদম মাটির সান্নিধ্যে চলে গেছেন। তিনি তার পোষা প্রাণীদের জন্য খাবার রান্না করছেন। তার পোষা তোতাপাখি তার চায়ের পেয়ালায় চুমুক দিয়ে গ্রীন টি খাচ্ছে। মাটির চুলায় রান্না করছেন জয়া। বাটামশলা,চুইঝাল দিয়ে জমিয়ে রান্না হচ্ছে। সঙ্গে পাঁচ রকমের ভর্তা আর চিতোই পিঠা। 
 

জয়াদের পাকা বাড়ির পাশাপাশি মাটির বাড়ি এবং জমি আছে। জয়া প্রকৃতি প্রেমী তাই সুযোগ পেলে মাঝেমধ্যে এখানে চলে আসেন। নিজের জমিতে নিজেই সব্জি,ফল চাষ করেন। বাড়ির বাইরে মাটির চুলায় কাঠের জ্বালে বা আগুনে রান্না করেন।

 

জয়া বলেন-গ্রাম বাংলার মেঠো রাস্তা, মাটির গন্ধ, বাটা মশলার রান্না আজও তাকে টানে।

সব খবর