সর্বশেষ

অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭
অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

বিদেশি চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আগামী ২৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি দেশজুড়ে প্রদর্শিত হবে।

 

ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন লিখেছেন, “এটি একটি বিশেষ সিনেমা, আপনার মাকে সঙ্গে নিয়ে আসুন—এ গল্প তার জন্যও।”

 

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। তিনি বলেন, “অবশেষে দেশের দর্শকদের সামনে গল্পটি তুলে ধরতে পারছি। দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। এটি খুবই আবেগঘন একটি গল্প, যা আন্তর্জাতিক উৎসবগুলোতে প্রশংসিত হয়েছে। এবার দেশের মানুষ কীভাবে গ্রহণ করেন, সেটিই দেখার অপেক্ষা।”

 

চিত্রনাট্য লিখেছেন মাকসুদ হোসাইন ও তার স্ত্রী ত্রিলোরা খান। বাস্তব জীবনের একটি দুর্ঘটনা থেকে এ গল্পের অনুপ্রেরণা এসেছে। প্রায় ২৫ বছর আগে ঢাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ত্রিলোরার মা হুইলচেয়ারে বন্দি হয়ে পড়েন। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় ‘সাবা’র কাহিনি—যেখানে নিম্নমধ্যবিত্ত পরিবারের এক তরুণী সাবা কোনো আর্থিক বা পারিবারিক সহায়তা ছাড়াই মায়ের যত্নে লড়াই চালিয়ে যায়।

 

‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

 

গল্পের কেন্দ্রবিন্দু সাবা এবং তার মা শিরিন। বাবা নিখোঁজ হওয়ার পর সাবাই হয়ে ওঠেন মায়ের একমাত্র ভরসা। হৃদরোগে আক্রান্ত মায়ের সঙ্গে সাবা বসবাস করেন নিজের একান্ত জগতে। তাদের জীবনে নতুন বাঁক আনে অঙ্কুর নামের এক তরুণ।

 

সিনেমায় সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন, তার মা শিরিনের ভূমিকায় রয়েছেন রোকেয়া প্রাচী এবং অঙ্কুর চরিত্রে আছেন মোস্তফা মনোয়ার।

 

আন্তর্জাতিকভাবে ‘সাবা’ প্রথম প্রদর্শিত হয় টরন্টো চলচ্চিত্র উৎসবে। এরপর এটি স্থান পেয়েছে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাসসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলতি বছরের মার্চে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার অর্জন করেছে চলচ্চিত্রটি।

সব খবর