সর্বশেষ

৩৯ দেশ, ২১৫ ছবি, ফোকাস কান্ট্রি পোল্যান্ড

‘সপ্তপদী’ দিয়ে পর্দা উঠছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১২:০০
‘সপ্তপদী’ দিয়ে পর্দা উঠছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের

শুরু হতে যাচ্ছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর টানা এক সপ্তাহ জুড়ে চলবে কলকাতার সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার নন্দন চত্বরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উৎসবের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস।

 

এই বছরের উৎসবের পর্দা উঠবে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত অজয় কর পরিচালিত কালজয়ী ছবি ‘সপ্তপদী’ দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। উদ্বোধনী সঞ্চালনার দায়িত্বে থাকবেন জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়।

 

৩৯ দেশ, ২১৫ চলচ্চিত্র—বৈচিত্র্যে সমৃদ্ধ আয়োজন

 

উৎসবে মোট ৩৯টি দেশ থেকে নির্বাচিত ২১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মোট ১,৮২৭টি সিনেমা জমা পড়ে, সেখান থেকেই বাছাই করা হয়েছে প্রদর্শনযোগ্য ছবি।

 

ভারতের পাশাপাশি কোঙ্কনি, সাঁওতালি, বোরো, তুলু, বাংলা, হিন্দি, তামিল, মারাঠি সহ মোট ১৮টি ভারতীয় ভাষার চলচ্চিত্র উৎসবে থাকছে। সঙ্গে রয়েছে ইংরেজি, ফরাসি, পোলিশ, আরবি সহ একাধিক বিদেশি ভাষা।

 

এ বছর উৎসবের ফোকাস কান্ট্রি ‘পোল্যান্ড’। পোলিশ সিনেমা, পরিচালক, সংস্কৃতি ও চলচ্চিত্র ঐতিহ্যকে ঘিরে থাকবে বিশেষ প্রদর্শনী ও আলোচনা।

 

ঋত্বিক ঘটককে উৎসর্গ

 

এ বছর পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ। ৪ নভেম্বর, ১৯২৫ সালে ঢাকায় জন্ম হয় পরিচালকের। এ বছরের চলচ্চিত্র উৎসব তাঁকেও উৎসর্গ করা হয়েছে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, ‘নতুন প্রজন্মের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসাযোগ্য। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা আমার ভীষণ পছন্দের একটি ছবি। মন খারাপ থাকলেই দেখি, এখনও মন ভালো হয়ে যায়।’

 

এছাড়াও সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার প্রদান করবেন বলিউডের খ্যাতিমান পরিচালক রমেশ সিপ্পি।

 

২১টি ভেন্যু, শহরজুড়ে উৎসবের আনন্দ

 

উৎসব চলবে নন্দন, রবীন্দ্র সদন, ধনধান্য অডিটোরিয়ামসহ মোট ২১টি প্রেক্ষাগৃহ ও ভেন্যুতে। দর্শকরা অনলাইনে ও অফলাইনে টিকিট কিনে অংশ নিতে পারবেন।

পরিবেশ সচেতনতার ওপর বিশেষ ফোকাস হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা চারটি পরিবেশবিষয়ক চলচ্চিত্রের পৃথক সেকশন আয়োজন করা হবে।

 

প্রতি বছরের মতো থাকছে জনপ্রিয় সিনে আড্ডা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে এ বছর এটি হবে “গানে গানে”—লাইভ মিউজিক, আলাপ ও শিল্পী-পরিচালকদের সঙ্গে মুক্তমঞ্চের আড্ডা।

 

তারকা উপচে পড়া আয়োজন

 

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তীসহ আরও অনেকে। তাঁদের ভাষ্যে, এই উৎসব শুধু সিনেমা নয়, কলকাতার সংস্কৃতি, মানুষের গল্প, শিল্প, ইতিহাস ও বহুত্ববাদের প্রতিচ্ছবি।


এক সপ্তাহব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে আবারও আলোকিত হবে কলকাতা। আলো, রঙ, সুর আর চলচ্চিত্রের ভুবনে নতুন উচ্ছ্বাসে মুখর হবে শহরের দর্শক।

সব খবর