সর্বশেষ

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১৬:১৫
শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

জানুয়ারি মাসে দেশের রাজধানী আবারও এক আন্তর্জাতিক উৎসবের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক,   আলোকিত সমাজ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের ৯১টি দেশ থেকে ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে পুরো ঢাকা যেন কয়েক দিনের জন্য এক উৎসবমুখর নগরীতে রূপ নেয়।

 

এবারের উৎসবে প্রতিটি প্রদর্শনীতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড ইউনিভার্সিটিসহ বিভিন্ন ভেন্যুতে সাধারণ দর্শকের পাশাপাশি চলচ্চিত্র গবেষক, শিক্ষার্থী, নির্মাতা ও আন্তর্জাতিক অতিথিদের সরব উপস্থিতি উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। একই সঙ্গে ফিল্ম-ফোরাম, আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্বগুলোতে চলচ্চিত্র নিয়ে গভীর ও অর্থবহ আলাপ চলতে থাকে।

 

সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’

 

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী রাতে জুরি বোর্ড বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর কারিগরি দক্ষতা, মানবিক অনুভব ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ চলচ্চিত্রগুলোই বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে।

 

এ বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে কিরগিজস্তানের নির্মিত সংবেদনশীল চলচ্চিত্র ‘কুরাক’। মানবিক সম্পর্ক ও জীবনের সূক্ষ্ম আবেগকে সহজ ও দৃশ্যমান ভাষায় তুলে ধরার জন্য ছবিটি দর্শক ও সমালোচকদের দৃষ্টি কেড়েছে। পুরস্কার গ্রহণকালে পরিচালক এরকে জুমাকমাতোভা বলেন, আন্তর্জাতিক পরিসরে এই স্বীকৃতি তাঁদের জন্য এক গভীর অনুপ্রেরণার উৎস।

 

সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে ইতালি, লাওস ও স্পেনের যৌথ প্রযোজনার ছবি ‘দ্য গার্ডিয়ান অব স্টোরিস’

 

আশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পান আজারবাইজানের পরিচালক এমিন আফানদিয়েভ, তাঁর চলচ্চিত্র ‘তেনহা ইনসানের মনোলগ’-এর জন্য।  একাকিত্ব, নীরবতা ও মানুষের অন্তর্গত টানাপোড়েনকে সংবেদনশীল ভাষায় উপস্থাপন করায় ছবিটি বিশেষ প্রশংসা পায়। পরিচালক বলেন, আবেগ ও গল্পের ধারাবাহিকতাকে একসূত্রে বাঁধতে পারাটাই ছিল তাঁর প্রধান অর্জন।

 

দর্শক পছন্দের বিচারে অডিয়েন্স পুরস্কার লাভ করে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’। ইতিহাস ও সমকালীন বাস্তবতার সংযোগে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকের আবেগ ও চিন্তাকে গভীরভাবে স্পর্শ করেছে।

 

বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে গণরুম আর ছাত্ররাজনীতির গল্প ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

 

এছাড়াও উৎসবে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বহু উল্লেখযোগ্য ফিচার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। কর্মশালা, স্ক্রিপ্ট ল্যাব ও বিশেষ আলোচনা পর্বে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা ও গবেষকরা—যা উৎসবকে কেবল প্রদর্শনী নয় বরং এক সক্রিয় চলচ্চিত্রচর্চার প্ল্যাটফর্মে পরিণত করে।

 

বাংলাদেশ প্যানোরামা বিভাগে দেশীয় নির্মাতাদের শক্তিশালী উপস্থিতিও ছিল লক্ষণীয়। সুমন ধর, তানিম নূর, মনিরুল হকসহ তরুণ ও প্রতিশ্রুতিশীল নির্মাতাদের কাজ দর্শকদের আগ্রহ কাড়ে এবং দেশের চলচ্চিত্রের সম্ভাবনাকে নতুন করে সামনে আনে।

 

সব মিলিয়ে এবারের ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক পরিসরে  বাংলাদেশের সাংস্কৃতিক উপস্থিতিকে আরও সুদৃঢ় করেছে। এটি এখন আর শুধু সিনেমা দেখার আয়োজন নয়; বরং বিভিন্ন দেশের গল্প, সামাজিক ভাবনা ও শিল্পমূল্যের এক সম্মিলিত আন্তর্জাতিক মঞ্চ।

 

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছিল দর্শক-উত্তেজনায় ভরপুর, বৈচিত্র্যে সমৃদ্ধ এবং ইতিবাচক বার্তায় পরিপূর্ণ এক সাংস্কৃতিক মিলনমেলা। দর্শক উপস্থিতি ও আন্তর্জাতিক অংশগ্রহণ প্রমাণ করেছে—বাংলাদেশের দর্শক বিশ্বমানের চলচ্চিত্র দেখার জন্য আগ্রহী এবং প্রস্তুত। সেই ধারাবাহিকতায় আগামী বছর এই উৎসব আরও বর্ণিল ও আকর্ষণীয় হয়ে উঠবে-এ প্রত্যাশা করাই যায়।

সব খবর