সর্বশেষ

রেদওয়ান রনির নতুন যাত্রা

পালকি চড়ে ‘দম’-এর মহরতে হাজির পূজা চেরি

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ২৩:৪৫
পালকি চড়ে ‘দম’-এর মহরতে হাজির পূজা চেরি

রেদওয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠিত হলো রাজধানীর গুলশান শুটিং ক্লাবে। বুধবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যতিক্রমীভাবে পালকি চড়ে হাজির হন নায়িকা পূজা চেরি। সেখানেই তাকে ‘দম’-এর প্রধান নারী চরিত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

এই সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও পূজা চেরি। এছাড়া চঞ্চল চৌধুরীসহ আরও অনেক গুণী শিল্পী এতে অভিনয় করছেন। নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, সিনেমাটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে এবং এটি একটি সারভাইভাল থ্রিলার।

 

রনি বলেন, “দম নিয়ে দম বানাতে আসছি।” তার ভাষায়, গল্পটি বাস্তবতার ছায়া থেকে উঠে এসেছে এবং এতে থাকবে চ্যালেঞ্জিং পারফরম্যান্সের সুযোগ। আফরান নিশোও এই সিনেমায় যুক্ত হওয়ার সময় বলেন, “এ ধরনের সিনেমা আমি দেশে আগে দেখিনি। চরিত্রটি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।”

 

‘দম’ সিনেমার দৃশ্যধারণের জন্য কাজাখস্তানকে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে। নির্মাতা ও প্রযোজনা সংস্থা ইতোমধ্যে বিদেশে শুটিংয়ের প্রস্তুতি শুরু করেছে।

 

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকি। এটি রেদওয়ান রনির তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি ‘চোরাবালি’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং ‘আইসক্রিম’ নির্মাণ করেন।

 

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা, প্রযোজক, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। পালকি চড়ে পূজা চেরির আগমন অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা, যা সামাজিক মাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

 

‘দম’ সিনেমাটি মুক্তির সম্ভাব্য সময় ও অন্যান্য তথ্য শিগগিরই জানানো হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। দর্শকদের জন্য এটি হতে পারে একটি নতুন ধারার অভিজ্ঞতা।

সব খবর