সর্বশেষ

৯১ দেশের ২৪৫ সিনেমার প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব সিনেমার মিলনমেলা

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৫
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব সিনেমার মিলনমেলা

‘চলচ্চিত্র,মননশীল দর্শক আলোকিত সমাজ’ শ্লোগানকে সামনে রেখে ২৪ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (DIFF 2026) চলছে। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। ৯১ টি দেশের ২৪৫ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 

উদ্বোধনী দিনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং এবং ক্রোয়েশিয়া-যুক্তরাজ্য ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল তার স্বাগত বক্তব্যে উৎসবের জন্য একটি স্থায়ী চলচ্চিত্র কেন্দ্রের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

উদ্বোধনী দিনে জাতীয় জাদুঘরের দুটি অডিটোরিয়ামে একযোগে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মেইন অডিটোরিয়ামে উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে প্রদর্শিত হয় জেন শিয়াং পরিচালিত ‘উ ঝিন ঝিলু’। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরতে জাতীয় জাদুঘরে চীনা চলচ্চিত্র ভিক্তিক একটি বিশেষ কর্নার উদ্বোধন করা হয়। বাংলাদেশ প্যানোরামা বিভাগে ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবং ‘উড়াল’সহ মোট ৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং ট্যালেন্ট সেকশনে প্রদর্শিত হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

 

উৎসবের বিভিন্ন দিনে বাংলাদেশ ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে যেমন-‘জলে জ্বলে তারা’। ‘বেহুলা দরদী’ ও ‘ঝরা পাতার চিঠি’র মতো দেশীয় সিনেমাও উৎসবে স্থান পেয়েছে। ১৩ই জানুয়ারি, ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবের তৃতীয় দিনে কিংবদন্তি শ্রীলঙ্কান চলচ্চিত্র পরিচালক প্রসন্ন ভিথানেজ নির্বাচিত সেরা দশটি প্রকল্পের অংশগ্রহণকারীদের সাথে একটি বিশেষ অনলাইন সেশনে যোগ দেন। সেশন চলাকালীন, তিনি চিত্রনাট্য লিখন এবং চলচ্চিত্র নির্মাণে গল্প বলার প্রক্রিয়া সম্পর্কে তার অমূল্য অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টিপূর্ণ দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

 


১৪ই জানুয়ারি, ফিল্ম হাটে ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবের ফাইনাল পিচিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচিত সেরা ১০টি প্রজেক্ট তাদের নির্মাতাদের দ্বারা সরাসরি পিচ করা হয়।
 

এই সেশনটি প্রযোজক, পরিবেশক এবং ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধিদের এক মর্যাদাপূর্ণ শ্রোতাদের সামনে উদীয়মান এবং প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যগুলিকে একত্রিত করে। এটি নতুন গল্প আবিষ্কার, নতুন প্রতিভাদের সাথে সংযোগ স্থাপন এবং সম্ভাব্য সহযোগিতা অন্বেষণের একটি অনন্য সুযোগ দেয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি এবং কক্সবাজার সমুদ্র সৈকতে চলচ্চিত্র প্রদর্শনী চলবে। কক্সবাজার সমুদ্র সৈকতে সিনেমার প্রদর্শনী একটি নতুন সংযোজন।


ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে বাংলাদেশের দর্শকের কাছে বিশ্ব চলচ্চিত্রকে আরো কাছাকাছি করে তুলবে।

সব খবর