সর্বশেষ

মতামত

ইউনূস-বিএনপি-জামাতের পাতানো নির্বাচনের ষড়যন্ত্র বনাম জনগণের প্রতিরোধ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫
ইউনূস-বিএনপি-জামাতের পাতানো নির্বাচনের ষড়যন্ত্র বনাম জনগণের প্রতিরোধ

বাংলাদেশ আজ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিক্রম করছে। দেশের মানুষ আর পাতানো নির্বাচন মেনে নিতে প্রস্তুত নয়। অতীতে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে ভুয়া নির্বাচনের নামে জনগণকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন—জনগণ আজ সজাগ, সচেতন এবং প্রতিবাদী।

 

বিএনপি অতীতে “ভোটাধিকার রক্ষার আন্দোলন” চালিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে। অথচ আজ তারা যদি ড. মুহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় আরেকটি সাজানো নির্বাচনের পথে হাঁটে, তবে সেটি হবে জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। দেশের সাধারণ মানুষ এখন বুঝে গেছে—বিএনপি, ইউনুস এবং জামাত একই নাটকের তিনটি মুখ। তাদের উদ্দেশ্য একটাই: দেশকে অস্থিতিশীল করা, জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া।

 

জনগণের রায় স্পষ্ট ড. ইউনূসকে মানুষ চায় না। তার নেতৃত্বে কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। দেশের প্রায় ৮০ ভাগ মানুষ তাকে এবং তার সহচর জামাত-বিএনপিকে গণবিরোধী শক্তি হিসেবে বিবেচনা করে। সাধারণ মানুষের দৃঢ় বিশ্বাস, এই গোষ্ঠী যদি ক্ষমতায় আসে তবে বাংলাদেশ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

 

কিন্তু নির্বাচন নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি আরেকটি ভয়াবহ সংকট সামনে অপেক্ষা করছে দুর্ভিক্ষ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ ভয়াবহ খাদ্য সংকট কিংবা দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। ইতোমধ্যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, কৃষি খাতে অস্থিরতা এবং কর্মসংস্থানের সংকট পরিস্থিতিকে নাজুক করে তুলেছে।

 

এই দুর্ভিক্ষ ঠেকাতে প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, কার্যকর নীতি এবং দেশের স্বার্থে সাহসী সিদ্ধান্ত। অথচ বর্তমান তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড. ইউনূস নিজেই এই সংকটের অন্যতম রচয়িতা। দুর্নীতিবাজ আমলাদের দিয়ে ঘেরা ইউনূস প্রশাসন উন্নয়ন নয়, বরং আত্মপ্রচার ও বিদেশি স্বার্থ রক্ষায় ব্যস্ত। তাই তার পক্ষে দুর্ভিক্ষ মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তিনি নিজেই দেশকে এই ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিয়েছেন।

 

এখন সময় এসেছে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার। পাতানো নির্বাচন, দুর্নীতিবাজ সরকারের শাসন এবং দুর্ভিক্ষের প্রেতছায়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে জনগণকে রাজপথে নামতেই হবে। প্রয়োজন সাহস, ঐক্য এবং এমন একটি দূরদর্শী নেতৃত্বের প্রতি আনুগত্য যে নেতৃত্ব শেখ হাসিনার মতো জাতির ভবিষ্যতের জন্য আপসহীনভাবে কাজ করবে এবং জাতীয় স্বার্থে কখনো আপস করবে না।

সব খবর