সর্বশেষ

চট্টগ্রাম কারাগারে ভয়ংকর মানবিক সংকট

দূষিত পানি খেয়ে মৃত্যুঝুঁকিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১১:০০
দূষিত পানি খেয়ে মৃত্যুঝুঁকিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থক বন্দিরা এখন এক ভয়ংকর মানবিক বিপর্যয়ের মুখে। কারাগারের খাবার পানিতে ‘কলিফর্ম ব্যাকটেরিয়া’ শনাক্ত হওয়ার পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে, পানিতে প্রতি মিলিলিটারে ১,৮০০ কলোনি ফর্মিং ইউনিট ব্যাকটেরিয়া পাওয়া গেছে যার সহনীয় মাত্রা আন্তর্জাতিক মানদণ্ডে শূন্য (০)।

 

এই পানি প্রতিদিন পান করছেন প্রায় সাড়ে পাঁচ হাজার আওয়ামী লীগপন্থী বন্দি, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, কলিফর্ম ব্যাকটেরিয়াযুক্ত পানি গ্রহণ করলে গ্যাস্ট্রোএনটেরাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস ও তীব্র ডায়রিয়াসহ প্রাণঘাতী সংক্রমণ দেখা দিতে পারে।

 

মানবিক বিপর্যয়ের আশঙ্কা

 

ইন্টারন্যাশনাল রেড ক্রসের সহযোগিতায় পরিচালিত পরীক্ষায় এই ভয়াবহ তথ্য প্রকাশ পাওয়ার পর কারা প্রশাসন এক প্রকার চাপে পড়ে। জানা যায়, কারাগারের পুরনো স্যুয়ারেজ লাইনের সঙ্গে পানির সংযোগ মিশে গিয়ে এই দূষণ ঘটেছে। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে বন্দিদের জন্য তৈরি হয়েছে এক মরণফাঁদ।

 

একজন সিনিয়র কারা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “পানির দূষণ শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, এটি এখন এক মানবিক সংকট। এই অবস্থায় বন্দিদের সঠিক চিকিৎসা ও বিশুদ্ধ পানি সরবরাহ ছাড়া মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।”

 

পরিবারগুলোর আতঙ্ক

 

বন্দিদের আত্মীয়স্বজনরা বলছেন, এটি কেবল অবহেলার ফল নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। তাঁদের অভিযোগ, ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় বন্দি আওয়ামী কর্মীদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

 

মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে তারা দাবি জানিয়েছেন, কারাগারের পানি দূষণ ও বন্দিদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।

 

প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই

 

মানবিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন—রাষ্ট্র যখন রাজনৈতিক বন্দিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, একটি মানবাধিকারের চরম লঙ্ঘন।
 

তারা মনে করেন, সরকার ও কারা কর্তৃপক্ষের উচিত অবিলম্বে

  • বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা
  • কারাগারের পানি ও খাদ্যের নিয়মিত ল্যাব টেস্ট বাধ্যতামূলক করা
  • অসুস্থ বন্দিদের জন্য আলাদা চিকিৎসা সেল চালু করা
  • পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ নেওয়া


মানবতার আহ্বান

 

চট্টগ্রাম কারাগারের পরিস্থিতি এখন শুধু একটি কারা প্রশাসনিক ব্যর্থতার গল্প নয়—এটি মানবতার পরীক্ষা। এই ব্যাকটেরিয়া মিশ্রিত পানির নিচে প্রতিদিন সহস্রাধিক নিরপরাধ বন্দি মৃত্যুভয়ে দিন কাটাচ্ছেন। প্রশ্ন উঠছে এদেশে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য কি কাউকে বিশুদ্ধ পানি থেকেও বঞ্চিত করবে?

 

মানবিক সমাজের দাবি একটাই,
 

রাজনীতি নয়, মানবতা আগে।
বন্দিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখনই।

সব খবর