সর্বশেষ

মতামত

নির্বাচনের আগেই প্রতিবাদে উত্তাল, নির্বাচন কি হচ্ছে?

মাসুদ আলম বিডি ভয়েস
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০
নির্বাচনের আগেই প্রতিবাদে উত্তাল, নির্বাচন কি হচ্ছে?
বিডি ভয়েস গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন । গত ২৮ আগস্ট,  বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণ করেন। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা।

 

এরই মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে গত ১১ সেপ্টেম্বর পাওয়া তথ্যমতে, আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা ও বাগেরহাটে আন্দোলন অব্যাহত। বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে  ১৭ সেপ্টম্বর, বুধবার সকাল ৬টা থেকে শুরু হয় ৪৮ ঘণ্টার হরতাল। এতে অচল হয়ে পড়ে গোটা জেলা। দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর মোংলায়ও পণ্য পরিবহণ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ১৬ সেপ্টম্বর, সোমবার ভাঙ্গায় উপজেলা পরিষদ ও থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া হুঁশিয়ারির পরও সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেল অবরোধ করা হয়েছে ফরিদপুরের ভাঙ্গায়।

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সূত্র জানান, ১৭ সেপ্টম্বর, বুধবার ফরিদপুরের ভাঙ্গা ও বাগেরহাটে আন্দোলন দমনে সোনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

 

এসব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গা ও বাগেরহাটের জনগণ আন্দোলন করছে। স্বাধীনতার পর থেকেই ওই অঞ্চলের জনগণ যে ভৌড়লিক পরিসীমার মধ্যে বেড়ে উঠেছে সে পররিসীমাতেই থাকতে চায়। এতে অন্যায়ের কিছু দেখছি না। তবে এ আন্দোলন দমাতে সেনাবাহিনীকে ব্যবহার করা খুব বেশি ভালো দেখায় না। ওই অঞ্চলের মানুষ মাটি ও মায়ের সাথেই থাকতে চায়।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনের প্রাথমিক কাজের শুরুতেই যেভাবে উত্তাল হয়ে ওঠেছে দেশের বিভিন্ন অঞ্জল, তাতে করে নির্বাচনী সময়ে দেশের পরিস্থিতি কতটুকু শান্ত থাকে সেটা নিয়েই উঠেছে বড় প্রশ্ন। কেউ কেউ মনে করেন, নির্বাচন বানচাল করার লক্ষ্যেই এ ধরনের বিতর্কিত বিষয়গুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করছে অন্তর্বর্তী সরকার। আসলে যেভাবে দীর্ঘসূত্রিতা তৈরি করা যায়।

 

এদিকে, নির্বাচন হবে কি হবে না, এ নিয়েই রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। চায়ের স্টল থেকে বাজার আলোচনা চলছে সচেতন মহলের সর্বত্র।          

 

তবে এর আগেই ইসি জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। এর আগে গত ৫ আগস্ট, মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা। তিনি বলেছেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।’

 

কিন্তু এরই মধ্যে গত ৩০ আগস্ট, শনিবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজ দুঃখের সঙ্গে বলতে হয়, দেশে একটা চক্রান্ত চলছে। বাংলাদেশে ভবিষ্যতের যে নির্বাচন হওয়ার কথা, তা বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। একটি উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন ধরনের উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়।’

 

এর আগে গত ২৭ আগস্ট, বুধবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে - পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্যনতুন দাবি তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে, যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়।

 

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। যে কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের বিষয়টি নিয়েও উদ্বিগ্ন অনেকেই।

সব খবর