সর্বশেষ

মতামত

অর্থনৈতিক মন্দার মাঝেই জন্ম নিচ্ছে হাজার হাজার কোটিপতি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪
অর্থনৈতিক মন্দার মাঝেই জন্ম নিচ্ছে হাজার হাজার কোটিপতি

মাত্র ৮–১০ মাসে ১০ হাজারেরও বেশি নতুন কোটিপতি, সাধারণ মানুষ দারিদ্র্যের স্রোতে ভেসে যাচ্ছে।

 

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক ভয়াবহ মন্দার মধ্যে রয়েছে। কোভিড-পরবর্তী সময়ে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ৩.৯৭ শতাংশে। বেকারত্ব বেড়ে ৮ শতাংশের ওপরে, দারিদ্র্যের হার প্রায় ২৮ শতাংশ। শত শত কারখানা বন্ধ হয়ে গেছে, বিদেশি বিনিয়োগ প্রায় শূন্য, এবং ২৬ লাখ মানুষ চাকরি হারিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সামলাতে হিমশিম খাচ্ছে।

 

অতীতে কখনও দেখা যায়নি, এমন পরিস্থিতিতে দেশের সম্পদ বৃদ্ধি পেতে পারে কিন্তু ব্যাংকিং তথ্য বিপরীতই জানাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের Banking Statistics Report অনুযায়ী, গত ৮–১০ মাসে নতুন করে ১০,৯২৮টি কোটিপতি অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। জুন ২০২৫ পর্যন্ত কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৩৬-এ।

 

বিশেষ করে উদ্বেগের বিষয় হলো, নতুন কোটিপতির ৮৭% বয়স ৩০ বছরের কম এবং প্রায় ২ হাজারেরও বেশি কোটিপতি এখনও পড়াশোনা শেষ করেননি। এই তথ্য প্রশ্ন তোলে কারা এই কোটিপতিরা, এবং কীভাবে তারা অস্বাভাবিকভাবে সম্পদ অর্জন করছে, যখন সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে।

 

  • ৩০ লাখ মানুষ চাকরি হারিয়েছে
  • বিদেশি বিনিয়োগ প্রায় শূন্য
  • ৮–১০ মাসে নতুন কোটিপতি ১০,৯২৮
  • ২ হাজারেরও বেশি কোটিপতি এখনও পড়াশোনা শেষ করেননি

     

অর্থনৈতিক এই বৈষম্য ও অস্বচ্ছ সম্পদ প্রবাহ সমাজে উদ্বেগ বাড়াচ্ছে। সতর্কতা, নিয়ন্ত্রক হস্তক্ষেপ এবং স্বচ্ছ নীতি প্রয়োজন, না হলে সাধারণ মানুষের সঙ্গে ধনী-স্বল্পসংখ্যক শ্রেণির ব্যবধান আরও বাড়বে, যা সমাজে স্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

সব খবর

আরও পড়ুন

ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নাকি গ্রামীন গ্যাং কে বড় রক্তচোষা?

সুজা ইসলাম-এর মতামত কলাম ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নাকি গ্রামীন গ্যাং কে বড় রক্তচোষা?

শেখ হাসিনা ও রাষ্ট্র - উভয়ের মৃত্যুদণ্ডের রায়ঃ এক প্রহসনের মঞ্চায়ন

ব্যঙ্গ কলাম শেখ হাসিনা ও রাষ্ট্র - উভয়ের মৃত্যুদণ্ডের রায়ঃ এক প্রহসনের মঞ্চায়ন

জান্নাতের টিকিট: বঙ্গদেশের মহাজাগতিক খুচরা বাজারের মহাকাব্য

ব্যঙ্গ কলাম জান্নাতের টিকিট: বঙ্গদেশের মহাজাগতিক খুচরা বাজারের মহাকাব্য

সভ্যতার মৃত্যু নেই কিন্তু বিবেকের আছে

মতামত সভ্যতার মৃত্যু নেই কিন্তু বিবেকের আছে

চাঁদাবাজি, খুন, ধর্ষণ, সন্ত্রাসে অভিযুক্তদের দলে ফিরিয়ে এনেছে বিএনপি

মতামত চাঁদাবাজি, খুন, ধর্ষণ, সন্ত্রাসে অভিযুক্তদের দলে ফিরিয়ে এনেছে বিএনপি

চাইনিজ রাইফেল নয়, ঢাল-লাঠি হাতে ডিউটিতে যেতে চান ডিএমপির পুলিশ সদস্যরা

মতামত চাইনিজ রাইফেল নয়, ঢাল-লাঠি হাতে ডিউটিতে যেতে চান ডিএমপির পুলিশ সদস্যরা

হুমায়ূন আহমেদদের যুগ পেরিয়ে কাশেম বিন আবু বকরদের যুগে বাংলাদেশ?

হুমায়ূন আহমেদদের যুগ পেরিয়ে কাশেম বিন আবু বকরদের যুগে বাংলাদেশ?

নিয়তির অভিশাপে নিমজ্জিত, মাতৃভূমিকে অপবিত্র করা দুই কলঙ্কিত চরিত্র

ইদিপাস অথবা ইউনূস নিয়তির অভিশাপে নিমজ্জিত, মাতৃভূমিকে অপবিত্র করা দুই কলঙ্কিত চরিত্র