সর্বশেষ

পাঠক প্রতিক্রিয়া

কেরানীগঞ্জে মাদ্রাসার আড়ালে জেএমবি সদস্যের বোমা কারখানা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৭
কেরানীগঞ্জে মাদ্রাসার আড়ালে জেএমবি সদস্যের বোমা কারখানা

কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তদন্তে জানা গেছে, মাদ্রাসার পরিচালক শেখ আল-আমিন ওরফে রাজিব নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তামিম–সারোয়ার গ্রুপের সক্রিয় সদস্য।

 

বিস্ফোরণের পর তার স্ত্রী আছিয়া বেগমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে মাদ্রাসার আড়ালে বোমা তৈরির সঙ্গে আল-আমিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই আল-আমিন পলাতক।

 

শুক্রবার বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে একাধিক বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা যায়, বিস্ফোরণের সময় আল-আমিনের স্ত্রী ও দুই সন্তান ভবনে অবস্থান করছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালে নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে জেএমবি সদস্য আল-আমিনকে অস্ত্র, বিস্ফোরক ও জিহাদি বইসহ গ্রেপ্তার করেছিল র‍্যাব।

 

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলা থেকে জঙ্গিদের মুক্তি দেওয়া এবং শীর্ষ জঙ্গি নেতাদের ছাড় পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় ইউনূস শাসনামলে জঙ্গিবাদ নতুন করে মাথাচাড়া দিয়েছে।

 

অথচ প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বারংবার দেশে জঙ্গির অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে—ডিএমপি কমিশনার পর্যন্ত দাবি করেছেন দেশে জঙ্গি নেই। কেরানীগঞ্জের এই ঘটনা সেই দাবি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

সব খবর