সিরাজগঞ্জে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই জেলায় সদর এলাকায় এক সাংবাদিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই দুই হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াহিয়ার দক্ষিণপাড়ার বাড়িতে রাত ২টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। ইয়াহিয়া অভিযোগ করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি রাজনৈতিক মামলার কারণে বাড়িতে ছিলেন না। তবে তার স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান। আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।
বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ক্ষতিগ্রস্তরা অভিযোগ না করায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লায় সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। ইন্না সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি। তিনি দাবি করেছেন, দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লার মধ্যে চলমান সংঘর্ষের জের ধরে তার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইন্না বলেন, শনিবার থানায় বসে দুই মহল্লার বিরোধ মীমাংসা করা হয়েছিল। তার বাড়ি দুই গ্রামের সীমান্তে হওয়ায় হামলাকারীরা মূলত তার বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। রাতেই তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। পাশের আরও দুটি বাড়িতেও বোমা ছোড়া হয়। তবে দ্রুত আগুন নেভানোয় বড় কোনো ক্ষতি হয়নি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে দুপুর পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।