খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।
সরেজমিনে দেখা গেছে, অবরোধের কারণে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। তবে শহরের অভ্যন্তরে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা সীমিতভাবে চলাচল করছে। সকাল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঘটনার পরদিন ভোরে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ অভিযুক্তদের মধ্যে শয়ন শীল নামে একজনকে আটক করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
জুম্ম ছাত্র জনতা জানিয়েছে, এই অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হবে এবং তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে, যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় আনা হয়।
এদিকে, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।