সর্বশেষ

শহরজুড়ে আতঙ্ক-স্থবিরতা

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ২৩:০২
রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

রাজধানী ঢাকায় গত ২৪ ঘন্টায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১০টির বেশি ককটেল বিস্ফোরণ ঘটেছে, যার ফলে একজন পথচারী আহত হয়েছেন।

 

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ

 

রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে এক ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি হেঁটে অফিসে যাচ্ছিলেন, হঠাৎ ককটেল বিস্ফোরিত হলে তার পায়ে ও হাতে আঘাত লাগে। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

 

নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আহত হোন এক পথচারী 

 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে বিস্ফোরণ

 

রোববার রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।幸র কোনো হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্তের চেষ্টা করছে।

 

কারওয়ান বাজার ও শ্যামপুরে নাশকতা

 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। একই সময়ে শ্যামপুরে ফ্লাইওভারের ওপর থেকে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। দুটি ককটেল বিক্রমপুর প্লাজার সামনে এবং একটি সেতু মার্কেটের সামনে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন।

 

শ্যামপুরে ফ্লাইওভার থেকে নিক্ষেপিত ককটেলের অবশিষ্টাংশ

 

এডিবি ভবন ও বিমানবন্দর রেলস্টেশনেও হামলা

গতকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়া বিমানবন্দর রেলস্টেশনের কাছে রোববার রাত ১১টার দিকে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনাগুলোতে কেউ আহত হননি।

 

বাসে আগুন

 

শনিবার দিবাগত রাতে হাজারীবাগ বেগম ফজিলাতুন্নেছা স্কুলের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন দ্রুত সাড়া দিয়েছে।

 

গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা

 

র‍্যাব-২ মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে মো. ফেরদৌস ওরফে বারেককে আটক করেছে। তার কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা, একটি সামুরাই ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে। পুলিশ দায় চাপিয়ে বলেছে, আটক ব্যক্তি আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী নাশকতার পরিকল্পনা করছিল।

 

হাজারীবাগ বেগম ফজিলাতুন্নেছা স্কুলের সামনে পার্কিং করা বাসে আগুন 

 

নিউমার্কেট, শ্যামপুর, কলাবাগান, তেজগাঁও ও মেট্রো স্টেশনের মতো গুরুত্বপূর্ণ এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানায় ডিএমপি। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, পুলিশ যৌথভাবে কাজ করছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।

 

জুলাই দাঙ্গার সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণার কথা রয়েছে। পুলিশ বলছে, এই রায়কে কেন্দ্র করে গত ১০ নভেম্বর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পুলিশের ভাষ্যমতে, আওয়ামী লীগের অনলাইন কর্মসূচি ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের কারণেই উত্তেজনা তৈরি হয়েছে।

 

রাজধানীজুড়ে এসব নাশকতা জনসাধারণের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। একজন আহত ব্যক্তির পাশাপাশি ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং র‍্যাব তৎপরভাবে অভিযান চালাচ্ছে, তবে রাজনৈতিক উত্তেজনা ও নাশকতার পরিকল্পনা পরিস্থিতি আরও জটিল করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নির্বাচনের আগে এই ধরনের নাশকতা ও হামলার ঘটনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। রাজধানীতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশক চক্রকে দ্রুত শনাক্ত করা অত্যন্ত জরুরি।

সব খবর

আরও পড়ুন

কারাবন্দী অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের মৃত্যু

কাশিমপুর কারাগার নিয়ে ফের বিতর্ক কারাবন্দী অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের মৃত্যু

রাজধানীসহ দুই জেলায় নাশকতার ঘটনা, দেশব্যাপী বাড়ছে জনআতঙ্ক

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ রাজধানীসহ দুই জেলায় নাশকতার ঘটনা, দেশব্যাপী বাড়ছে জনআতঙ্ক

ময়মনসিংহে গানপাউডার দিয়ে ট্রেনের বগিতে আগুন

নাশকতার চেষ্টা ব্যর্থ ময়মনসিংহে গানপাউডার দিয়ে ট্রেনের বগিতে আগুন

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহর বাসায় শিবিরের মব আক্রমণ ও গ্রেপ্তার

শেখ হাসিনার রায় নিয়ে পোস্ট ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহর বাসায় শিবিরের মব আক্রমণ ও গ্রেপ্তার

প্রতিদিন ১৩ হাজার টন প্লাস্টিক বর্জ্যে চট্টগ্রামের ৫৭ খালের সর্বনাশ

পরিবেশ সংকট প্রতিদিন ১৩ হাজার টন প্লাস্টিক বর্জ্যে চট্টগ্রামের ৫৭ খালের সর্বনাশ

আওয়ামী লীগের ওপর দায় চাপাতে দেশজুড়ে অগ্নিসংযোগ, নাশকতা দুর্বৃত্তদের

সর্বাত্মক শাটডাউন কর্মসূচি আওয়ামী লীগের ওপর দায় চাপাতে দেশজুড়ে অগ্নিসংযোগ, নাশকতা দুর্বৃত্তদের

যৌতুকের জন্য বউ পিটিয়ে জেল খাটা কর্মকর্তা এখন বরিশালের ডিসি

যৌতুকের জন্য বউ পিটিয়ে জেল খাটা কর্মকর্তা এখন বরিশালের ডিসি

শেখ হাসিনার বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে শাহবাগে এক নারীর অবস্থান কর্মসূচি

শেখ হাসিনার বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে শাহবাগে এক নারীর অবস্থান কর্মসূচি