সর্বশেষ

শেখ হাসিনার রায় নিয়ে পোস্ট

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহর বাসায় শিবিরের মব আক্রমণ ও গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ০০:০৫
ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহর বাসায় শিবিরের মব আক্রমণ ও গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফরমায়েশি প্রাণদণ্ডের রায়কে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লার বাসায় শিবির মব তৈরি করে তাকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কথা নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর।

 

ওসি জানান, কয়েকদিন আগে পুলিশ বাদী হয়ে দায়ের করা এক মামলায় ছাত্রলীগের মিছিলে অর্থ সহায়তার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, সোমবার রায় ঘোষণার পর লাভলু তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন, যেখানে লেখা ছিল— “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আই ডোন্ট কেয়ার।”

 

এই পোস্টকে কেন্দ্র করে সোমবার রাতেই লাভলুর বাসায় উত্তেজনা ছড়ায়। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিম সেখানে যায়। মুহসীন হলের ভিপির নেতৃত্বে শিবিরের কর্মীরা তাকে ‘মব করে’ হেনস্তা করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। তবে এ ঘটনা সম্পর্কে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, মারধরের পর তাকে পনের তলা ভবন থেকে নিচে নামিয়ে থানায় আনা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শিবিরের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লেখেন, 'লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদের ও হিসাব নেওয়া হবে।'

 

লাভলু মোল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ছাড়াও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বিভিন্ন পক্ষের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ আমলেও ভিন্নমতাবলম্বী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের এমন প্রকাশ্য হেনস্তার ঘটনা ঘটেনি; তাই এ ঘটনাকে অনেকেই সকল সৌজন্যতার অতিক্রম সীমারেখা ভেঙে দেওয়া বলে অভিহিত করছেন।

 

এদিকে, জুলাই দাঙ্গা দমনকে মানবতাবিরোধী অপরাধের তকমা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার শেখ হাসিনাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রাণদণ্ড দেয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই সাজা পান। পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় পান ৫ বছরের লঘুদণ্ড।

 

লাভলু মোল্লার ঘটনাকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সব খবর

আরও পড়ুন

কারাবন্দী অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের মৃত্যু

কাশিমপুর কারাগার নিয়ে ফের বিতর্ক কারাবন্দী অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের মৃত্যু

রাজধানীসহ দুই জেলায় নাশকতার ঘটনা, দেশব্যাপী বাড়ছে জনআতঙ্ক

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ রাজধানীসহ দুই জেলায় নাশকতার ঘটনা, দেশব্যাপী বাড়ছে জনআতঙ্ক

ময়মনসিংহে গানপাউডার দিয়ে ট্রেনের বগিতে আগুন

নাশকতার চেষ্টা ব্যর্থ ময়মনসিংহে গানপাউডার দিয়ে ট্রেনের বগিতে আগুন

প্রতিদিন ১৩ হাজার টন প্লাস্টিক বর্জ্যে চট্টগ্রামের ৫৭ খালের সর্বনাশ

পরিবেশ সংকট প্রতিদিন ১৩ হাজার টন প্লাস্টিক বর্জ্যে চট্টগ্রামের ৫৭ খালের সর্বনাশ

আওয়ামী লীগের ওপর দায় চাপাতে দেশজুড়ে অগ্নিসংযোগ, নাশকতা দুর্বৃত্তদের

সর্বাত্মক শাটডাউন কর্মসূচি আওয়ামী লীগের ওপর দায় চাপাতে দেশজুড়ে অগ্নিসংযোগ, নাশকতা দুর্বৃত্তদের

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

শহরজুড়ে আতঙ্ক-স্থবিরতা রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

যৌতুকের জন্য বউ পিটিয়ে জেল খাটা কর্মকর্তা এখন বরিশালের ডিসি

যৌতুকের জন্য বউ পিটিয়ে জেল খাটা কর্মকর্তা এখন বরিশালের ডিসি

শেখ হাসিনার বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে শাহবাগে এক নারীর অবস্থান কর্মসূচি

শেখ হাসিনার বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে শাহবাগে এক নারীর অবস্থান কর্মসূচি