ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি শেষ মুহূর্তে বাতিল করেছে কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবারও সেখানে উৎসবের প্রস্তুতি নেওয়া হলেও ‘গোলযোগের আশঙ্কা’ দেখিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, “আমরা নিয়ম মেনে চারুকলার বকুলতলার জায়গা ভাড়া নিয়েছি, ২৬ হাজার টাকা পরিশোধও করেছি। লিখিত অনুমতি ছিল। কিন্তু সন্ধ্যায় মৌখিকভাবে জানানো হয়, অনুষ্ঠান করা যাবে না।”
তিনি বলেন, “আমাদের অনুষ্ঠান সকাল সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল। রাতেই সরঞ্জাম নিয়ে যাওয়া হয়, কিন্তু চারুকলার গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।”
চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, “অনুষ্ঠান নিয়ে অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকেও আপত্তি থাকায় অনুষ্ঠানটি করতে দেওয়া হয়নি।”
বিকল্প ভেন্যু হিসেবে গেন্ডারিয়ার কচিকাঁচা মেলার মাঠে আয়োজনের ঘোষণা দেন মানজার চৌধুরী। তিনি বলেন, “১৯ বছর ধরে শরৎ উৎসব করছি। গত বছরও চারুকলায় হয়েছিল। এবার বাধা দেওয়া হচ্ছে। ঢাকার বাইরের শিল্পীরাও এসে গেছেন।”
তবে গেন্ডারিয়ার মাঠেও শুক্রবার সকালে আয়োজন শুরু হওয়ার আগেই বাধার মুখে পড়ে উৎসব। পুলিশ এসে পাতানো চেয়ার সরিয়ে নিতে বলেন এবং জানান, এখানে কোনো আয়োজন হবে না। বেলা ১১টার পর বিষয়টি নিয়ে আলোচনা হবে।
মানজার চৌধুরী বলেন, “চারুকলা থেকে সন্ধ্যায় স্থগিতাদেশ পাওয়ার পর ভেন্যু পরিবর্তন করি। কিন্তু এখানেও কে বা কারা উৎসবকে ‘ফ্যাস্টিটের দোসর’ বলে বন্ধ করতে চাইছে।”
তিনি জানান, এখন সর্বশেষ চেষ্টা হিসেবে শিশুদের চিত্রাঙ্কন আয়োজনটি সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। “এটি উৎসবের অংশ এবং এতে কারও সমস্যা হওয়ার কথা নয়।”
এই ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। আয়োজকরা বলছেন, বারবার বাধা দেওয়া স্বাধীন সাংস্কৃতিক চর্চার জন্য হুমকি। শরৎ উৎসবের মতো একটি শান্তিপূর্ণ আয়োজন কেন বারবার স্থগিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।