সর্বশেষ

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ অগাস্ট ২০২৫, ১৪:৩৫
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
বাবার সঙ্গে তৌহিদ আফ্রিদি (বাঁয়ে)। ছবি: তৌহিদ আফ্রিদির ফেইসবুক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

রোববার (২৪ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর বাংলা বাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) জসিমউদ্দীন বলেন, “আমাদের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বরিশাল থেকে গ্রেপ্তার করে।”

 

বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিডি-ভয়েসকে বলেন, “ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।”

 

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তারের সময় তৌহিদ আফ্রিদি ওই ভবনে অবস্থান করছিলেন।

 

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের (২০২৪) ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার পিতা নাসির উদ্দিন সাথীর নামও রয়েছে।

 

এর আগে রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে গত শনিবার (২৩ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়।

 

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সব খবর