সর্বশেষ

দুর্গাপূজা ঘিরে বাড়ছে শঙ্কা ও উদ্বেগ

নিরাপত্তা জোরদারের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২০
নিরাপত্তা জোরদারের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শঙ্কা ও উদ্বেগ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মতে, পূজার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় পূজার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ২১ দিনে সারা দেশে অন্তত ৯টি পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পূজার পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

বিবৃতিতে বলা হয়, “প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের উচ্চপর্যায়ের আশ্বাস সত্ত্বেও পূজার প্রাক্কালে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূজার্থীরা আশান্বিত হতে পারছে না। বরং আশঙ্কা ও উদ্বেগ ক্রমান্বয়ে বাড়ছে।”

 

সংগঠনটির তথ্য অনুযায়ী, গাইবান্ধার সাদুল্যাপুর, পঞ্চগড় সদর, কুষ্টিয়ার মিরপুর, নেত্রকোনার সদর, গাজীপুর নগর, জামালপুরের সরিষাবাড়ী, মুন্সিগঞ্জের সিরাজদিখান, ঝিনাইদহের শৈলকুপা এবং সাতক্ষীরার তালা উপজেলায় পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি জেলায় পূজাকেন্দ্রিক গোলযোগের খবর পাওয়া গেছে।

 

১০ সেপ্টেম্বর পঞ্চগড়ের আয়মা ঝলই মহারানী বাঁধ এলাকার কালীমন্দিরে প্রতিমা ভাঙার ঘটনায় পুলিশ একজনকে আটক করে জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন। তবে স্থানীয়রা এই ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবারই অপরাধীদের আড়াল করতে একই কৌশল ব্যবহার করা হয়।”

 

২১ সেপ্টেম্বর জামালপুরের সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে মুন্সিগঞ্জের রাজারনগরে মন্দিরের জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ২৩ সেপ্টেম্বর ঝিনাইদহ ও সাতক্ষীরায় দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে।

 

ঐক্য পরিষদ মনে করে, এসব ঘটনায় পূজার্থীদের মধ্যে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়ছে। তারা আশঙ্কা করছে, পূজার সময় আরও সহিংস ঘটনা ঘটতে পারে। সংগঠনটি সরকারের কাছে পূজার সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে, যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন সম্ভব হয়।

সব খবর