সর্বশেষ

কয়েক দশকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

ঢাকার বাইরে তিন জেলায় তিনজনের মৃত্যু, শতাধিক আহত

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৭:০৯
ঢাকার বাইরে তিন জেলায় তিনজনের মৃত্যু, শতাধিক আহত

দেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। । শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫.৭ মাত্রার এই ভূকম্পন ২৬ সেকেন্ড স্থায়ী হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। বিশেষজ্ঞদের মতে, এটি ইন্দো–বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে সৃষ্ট শক্তিশালী কম্পন, যা গত কয়েক দশকে দেশের মানুষের দেখা অন্যতম সবচেয়ে তীব্র ভূমিকম্প।

 

নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির দেয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হন। সদর থানার গাবতলি এলাকায় একটি বাড়ির সানশেড ভেঙে পড়ে আহত হয় ১০ বছরের ওমর ও তার পরিবারের সদস্যরা। ঢাকা মেডিকেলে আনার পর ওমর মারা যায়; তার বাবা দেলোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভবনের দেয়াল ধসে ১০ মাস বয়সী শিশু ফাতেমা মারা যায়। শিশুটির মা কুলসুম বেগমসহ আরও দুজন আহত হয়েছেন।

 

গাজীপুরে আতঙ্কে ভবন থেকে নামতে গিয়ে দেড় শতাধিক পোশাক শ্রমিক আহত হন। কেওয়া পূর্ব খণ্ডের ডেনিমেক কারখানায় শ্রমিকরা দৌড়ে নামার সময় হুড়োহুড়িতে আহত হয় বড় একটি দল। এর মধ্যে ১৩০ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, আরও ২০ জনকে পাঠানো হয়েছে ঢাকা ও ময়মনসিংহ মেডিকেলে।

 

নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ৫০ জনের বেশি চিকিৎসা নিয়েছেন; কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ডে সাবস্টেশনের যন্ত্রাংশ পুড়ে যায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। দেশে বিভিন্ন স্থানে উৎপাদন বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছে পিডিবি।

 

গাজীপুরে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে এবং একটি মাদ্রাসার দেয়ালে ফাটল দেখা গেছে। টঙ্গী স্টেশন রোডের বাসিন্দারা জানান, একটি ভবন পাশের আরেকটিতে গিয়ে হেলে থাকায় মানুষ ভীত–সন্ত্রস্ত হয়ে পড়েছে।

 

নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বহু ঘর–বাড়ি ও ছোট ভবনে ফাটল, পলেস্তরা খসে পড়া, আসবাবপত্র ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। মানুষের আতঙ্কের কারণে অনেক এলাকায় এখনো ঘরে ফিরতে ভয় পাচ্ছে বাসিন্দারা।

 

সরকার জানায়, সারাদেশের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থা জরুরি প্রতিক্রিয়া দিচ্ছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গুজবে কান না দিয়ে সরকারি বার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

ঢাকায় ভয়াবহ ভূমিকম্পে ভবনধস, তিন জনের মৃত্যু ও দুই শতাধিক আহত

ঢাকায় ভয়াবহ ভূমিকম্পে ভবনধস, তিন জনের মৃত্যু ও দুই শতাধিক আহত

কুমিল্লায় ‘ছাত্রলীগ’ সন্দেহে ১৪ বছরের কিশোর ইমরান গ্রেপ্তার

বসতে পারলেন না বার্ষিক পরীক্ষায় কুমিল্লায় ‘ছাত্রলীগ’ সন্দেহে ১৪ বছরের কিশোর ইমরান গ্রেপ্তার

ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষের ঢল

আরমানীটোলায় ভবন ধস ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষের ঢল

কারাবন্দী অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের মৃত্যু

কাশিমপুর কারাগার নিয়ে ফের বিতর্ক কারাবন্দী অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের মৃত্যু

রাজধানীসহ দুই জেলায় নাশকতার ঘটনা, দেশব্যাপী বাড়ছে জনআতঙ্ক

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ রাজধানীসহ দুই জেলায় নাশকতার ঘটনা, দেশব্যাপী বাড়ছে জনআতঙ্ক

ময়মনসিংহে গানপাউডার দিয়ে ট্রেনের বগিতে আগুন

নাশকতার চেষ্টা ব্যর্থ ময়মনসিংহে গানপাউডার দিয়ে ট্রেনের বগিতে আগুন

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহর বাসায় শিবিরের মব আক্রমণ ও গ্রেপ্তার

শেখ হাসিনার রায় নিয়ে পোস্ট ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহর বাসায় শিবিরের মব আক্রমণ ও গ্রেপ্তার

প্রতিদিন ১৩ হাজার টন প্লাস্টিক বর্জ্যে চট্টগ্রামের ৫৭ খালের সর্বনাশ

পরিবেশ সংকট প্রতিদিন ১৩ হাজার টন প্লাস্টিক বর্জ্যে চট্টগ্রামের ৫৭ খালের সর্বনাশ