সর্বশেষ

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রাতে হঠাৎ আমেরিকান দূতাবাসে নিরাপত্তা জোরদার

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০০
রাতে হঠাৎ আমেরিকান দূতাবাসে নিরাপত্তা জোরদার

রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে সোমবার রাতে হঠাৎ করেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত সোয়া একটার দিকে সরেজমিনে দেখা যায়, পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূতাবাসের চারপাশে সতর্ক অবস্থানে রয়েছেন।

 

গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

দূতাবাসের সামনে অবস্থানরত বাহিনীর মধ্যে ছিল সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিট এবং সিনিয়র কর্মকর্তারা। তারা আশপাশের এলাকা পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

 

একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, “নিরাপত্তা ঝুঁকির সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

 

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক এলাকায় এমন নিরাপত্তা জোরদার সাধারণত উচ্চমাত্রার সতর্কতার ইঙ্গিত দেয়। বিশেষ করে আন্তর্জাতিক দূতাবাসগুলোকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সবসময়ই সংবেদনশীল থাকে।

 

এই ঘটনার পর আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সব খবর

আরও পড়ুন

প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদেরকে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদেরকে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাঁচ জেলার যাত্রী

এনসিপি-শ্রমিক সংঘর্ষ ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাঁচ জেলার যাত্রী

‘আপত্তি’ ওঠায় চারুকলায় হলোনা শরৎ উৎসব, গেন্ডারিয়াতেও বাধা

‘আপত্তি’ ওঠায় চারুকলায় হলোনা শরৎ উৎসব, গেন্ডারিয়াতেও বাধা

ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বাধা

ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বাধা

লালমনিরহাটে পানিবন্দি ৫০ হাজার মানুষ, তিস্তাপাড়ে মানবিক বিপর্যয়

লালমনিরহাটে পানিবন্দি ৫০ হাজার মানুষ, তিস্তাপাড়ে মানবিক বিপর্যয়

উপদেষ্টা আগমনের আগে তড়িঘড়ি সংস্কার, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

উপদেষ্টা আগমনের আগে তড়িঘড়ি সংস্কার, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

ইসলামী ব্যাংকের ওএসডি কর্মকর্তাদের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি ইসলামী ব্যাংকের ওএসডি কর্মকর্তাদের বিক্ষোভ

থমথমে আসাদপুর, হামলায় বিধ্বস্ত মাজার ও নিঃস্ব ভুক্তভোগীরা

থমথমে আসাদপুর, হামলায় বিধ্বস্ত মাজার ও নিঃস্ব ভুক্তভোগীরা