আওয়ামী লীগের ঘোষিত পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে, তবে সমান্তরালে নাশকতা, অগ্নিসংযোগ ও অবরোধের মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে দুর্বৃত্তরা। শাটডাউনকে কেন্দ্র করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একাধিক ধ্বংসাত্মক ঘটনার জন্ম দিয়েছে অজ্ঞাত নাশকতাকারীরা। এতে মানুষের মাঝে ভীতির সঞ্চার ঘটেছে, জননিরাপত্তার ঘাটতি নিয়ে শঙ্কিত দেশের জনগণ।
ঢাকা–বরিশাল মহাসড়কে অবরোধ, গাছ কাটা
শাটডাউন কর্মসূচির প্রতি সমর্থন জানাতে রোববার ভোর থেকে মাদারীপুরের ডাসার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়। বিভিন্ন স্থানে গাছ কেটে মহাসড়কে ফেলে একাত্মতা জানায় স্থানীয় জনগণ।
ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, সাত–আটটি স্থানে ককটেল বিস্ফোরণ ও গাছ ফেলার ঘটনাগুলো পরিকল্পিত নাশকতা হতে পারে। তিনি বলেন, “গাছ অপসারণের কাজ দ্রুত সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে।”
সিলেটে হাসপাতালে নাশকতা: অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের পার্কিংয়ে গভীর রাতে অ্যাম্বুলেন্সে আগুন লাগায় দুর্বৃত্তরা। সিসিটিভিতে দেখা যায়—মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক পরিকল্পিতভাবে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে।
কিছুক্ষণ পর কুমারগাঁও বাসস্ট্যান্ডেও আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ক্ষতি থেকে রক্ষা করে। স্বাস্থ্যসেবা ও গণপরিবহনকে টার্গেট করে ধারাবাহিক নাশকতার এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে প্রশাসন।
বগুড়া–লক্ষ্মীপুর–গাজীপুর: গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক হামলা
গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় একই রাতে দুর্বৃত্তদের আক্রমণের ধারাবাহিকতা দেখা গেছে। বগুড়ার শেরপুরে ভিডিও ফুটেজে দেখা যায়—দুই যুবক লগিতে আগুন দিয়ে সাইনবোর্ডে আগুন ধরাচ্ছে।
লক্ষ্মীপুরে ভোরে ব্যাংকের সামনে ময়লা-আবর্জনায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, তবে পাহারাদাররা দ্রুত নিয়ন্ত্রণে এনে ক্ষতি ঠেকায়। গাজীপুরের মাওনা শাখায় রাতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়—ব্যাংকের ভেতরে থাকা চার কর্মকর্তা অল্পের জন্য রক্ষা পান। সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হলেও বড় ক্ষতি হয়নি।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, “পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা উদ্দেশ্য সফল হতে পারেনি। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বোতল ও অন্যান্য আলামত বিশ্লেষণ করা হচ্ছে।”
কুষ্টিয়ায় ট্রাকে আগুন: ভিডিও ফুটেজ বিশ্লেষণে জোর
কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হেলমেটধারী দুই যুবক রাতের আঁধারে আগুন ধরিয়ে পালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পরিকল্পিতভাবে পরিবহন ব্যবস্থায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। ট্রাক চালক দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।
সামগ্রিক চিত্র: শান্তিপূর্ণ শাটডাউনকে নস্যাৎ করতে নাশকতার তৎপরতা
আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচিটি মূলত শান্তিপূর্ণ ও সাংবিধানিক অধিকার প্রয়োগের অংশ বলেই দাবি করছে নেতাকর্মীরা। কিন্তু একই সময়ে বিভিন্ন স্থানে ধারাবাহিক সন্ত্রাস–অগ্নিসংযোগের মাধ্যমে কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা করছে বিরোধী পক্ষ।
এ ধরনের নাশকতা শাটডাউনের পরিবেশকে অস্থিতিশীল করতে পরিচালিত পরিকল্পিত প্রচেষ্টা।আইনশৃঙখলা বাহিনীর দাবি, দেশের নাগরিক, ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যসেবা কর্মী ও পরিবহন চালক—সবাইকে নিরাপত্তা দিতে তারা সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে।