সর্বশেষ

‘আওয়ামী লীগের দোসররা’ আড্ডা দেয় অভিযোগ তুলে উত্তরায় লাইব্রেরি ভাঙচুর

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬
‘আওয়ামী লীগের দোসররা’ আড্ডা দেয় অভিযোগ তুলে উত্তরায় লাইব্রেরি ভাঙচুর
স্থানীয় দুই পক্ষের তরুণ–যুবকদের মধ্যে মারামারির জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে উন্মুক্ত লাইব্রেরি। রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আবাসিক এলাকা।

রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আবাসিক এলাকায় একটি লাইব্রেরিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ করা হয়েছে, লাইব্রেরিতে আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয়—এমন অভিযোগের জেরে এ হামলা চালানো হয়। ভাঙচুরের সময় বই, চেয়ার-টেবিল, আসবাবপত্র ও ক্রিকেট খেলার সামগ্রী লুট করারও অভিযোগ উঠেছে।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে। ইউনাইটেড ব্রাদার্স নামে একটি ক্রিকেট ক্লাব লাইব্রেরিটি পরিচালনা করে আসছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকল্প এলাকার চার নম্বর গেটের সামনে একটি দোকানে মারধরের ঘটনা ঘটে। এর জেরে রাত আড়াইটার দিকে ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের মাঠ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন, হাবিবুল বাশার ও আবরার হানিফের অনুসারীদের সঙ্গে আবাসিক এলাকার মোস্তাফিজ হাবিব সুনমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাসেল হোসেনসহ কয়েকজন আহত হন।

 

ভাঙার আগে এমন ছিল রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আবাসিক এলাকার উন্মুক্ত লাইব্রেরি

 

লাইব্রেরি পরিচালনাকারীদের অভিযোগ, ভাঙচুরকারীরা দাবি করে—লাইব্রেরি থেকে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা হয়েছে। সেই অজুহাতেই তারা লাইব্রেরি ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা আরও অভিযোগ করে, আওয়ামী লীগের দোসররা নিয়মিত ওই লাইব্রেরিতে আড্ডা দেয়।

 

ইউনাইটেড ব্রাদার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ ফাহাদ তুরাগ থানায় লিখিত অভিযোগ দেন। তাতে উল্লেখ করা হয়, লাইব্রেরি ও ক্লাবের অস্থায়ী অফিসে ভাঙচুর চালানো হয়। বই, ৪০টি চেয়ার, পাঁচটি টেবিল, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি হার্ডডিস্ক, একটি রাউটার, মাঠের ৩০টি ফ্লাডলাইট ও ক্রিকেট সামগ্রীসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। পাশাপাশি ভাঙচুরে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “লাইব্রেরির ভেতর থেকে ২০-৩০ জন দা, লাঠি ও স্টাম্প নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার হাত ভেঙে যায়। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু জিনিসপত্র ভাঙচুর করেছে, তবে লাইব্রেরি ভাঙচুর হয়নি। এখন অপপ্রচার চালানো হচ্ছে।”

 

অন্যদিকে, মোস্তাফিজ হাবিব সুনম দাবি করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা এলাকায় অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি করছিল। দোকানে দুজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে। তিনি বলেন, “পরে তারাই লাইব্রেরি ভাঙচুরের মতো জঘন্য কাজ করেছে।”

 

তুরাগ থানার ওসি মনির হোসেন বলেন, “দুই পক্ষের দ্বন্দ্বে লাইব্রেরি ভাঙচুর হয়েছে বলে জানা গেছে। তবে রাতের অন্ধকারে কারা জড়িত ছিল, তা এখনও শনাক্ত করা যায়নি।”

সব খবর

আরও পড়ুন

নিরাপত্তা জোরদারের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

দুর্গাপূজা ঘিরে বাড়ছে শঙ্কা ও উদ্বেগ নিরাপত্তা জোরদারের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

মহাসমাবেশ ও অবরোধে অচল সড়ক যোগাযোগ

খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণ মহাসমাবেশ ও অবরোধে অচল সড়ক যোগাযোগ

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

আমিরাতে প্রবাসীদের ধরপাকড়, নিঃস্ব হয়ে ফিরছেন শত শত বাংলাদেশি

আমিরাতে প্রবাসীদের ধরপাকড়, নিঃস্ব হয়ে ফিরছেন শত শত বাংলাদেশি

নিজেই শিক্ষার্থী হয়েও স্কুল সভাপতি ‘বৈষম্য বিরোধী নেতা’, পেটালেন অর্ধশত শিক্ষার্থীকে

নিজেই শিক্ষার্থী হয়েও স্কুল সভাপতি ‘বৈষম্য বিরোধী নেতা’, পেটালেন অর্ধশত শিক্ষার্থীকে

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

মাজার ভাঙার ঘটনায় সরকারের নীরবতার সমালোচনা ফরহাদ মজহারের

মাজার ভাঙার ঘটনায় সরকারের নীরবতার সমালোচনা ফরহাদ মজহারের

সারের ভর্তুকি নিয়ে কৃষক প্রতারিত, ডিজিটাল দুর্নীতিতে বিপর্যস্ত কৃষি খাত

সারের ভর্তুকি নিয়ে কৃষক প্রতারিত, ডিজিটাল দুর্নীতিতে বিপর্যস্ত কৃষি খাত