সর্বশেষ

একই পরিবারের ৩ জনসহ নিহত ৬

উত্তরায় ৭ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪
উত্তরায় ৭ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরায় একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুরোপুরি আগুন নেভাতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে।

 

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা হলেন কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)।

 

রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ে। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। তার স্ত্রী সুবর্ণা চাকরি করতেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে।

 

উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহরিয়ার আলী জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনার তদন্ত করছে।

 

ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩-এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, ভবনের ভেতরে অতিরিক্ত আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্বিতীয় তলা থেকে ছড়িয়ে তৃতীয় তলা পর্যন্ত পৌঁছে যায়।

 

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আগুনের সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সব খবর

আরও পড়ুন

উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তার লাভ করছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা আরও কমবে উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তার লাভ করছে শৈত্যপ্রবাহ

১৬ মাসে ১১৩ মাজারে হামলা-ভাঙচুর

দুই গবেষণা প্রতিষ্ঠানের অনুসন্ধান ১৬ মাসে ১১৩ মাজারে হামলা-ভাঙচুর

ছাইয়ের নিচে চাপা ৫৭ বছরের স্মৃতি, হারানো ইতিহাসের আর্তনাদ

উদীচীর ‘পোড়া ক্ষতের’ প্রদর্শনী ছাইয়ের নিচে চাপা ৫৭ বছরের স্মৃতি, হারানো ইতিহাসের আর্তনাদ

মিয়ানমারের সংঘর্ষে টেকনাফ সীমান্তে আতঙ্ক

ঘরবাড়ি ছাড়ছে মানুষ মিয়ানমারের সংঘর্ষে টেকনাফ সীমান্তে আতঙ্ক

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঈশ্বরদীর ১০৭ বিঘার রেশম বীজাগার এখন প্রায় পরিত্যক্ত

ঈশ্বরদীর ১০৭ বিঘার রেশম বীজাগার এখন প্রায় পরিত্যক্ত

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

সাংবাদিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত

সীমান্তজুড়ে আতঙ্ক মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত