শারজাহতে রোববার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে সহজ জয় এনে দিলেন সাইফ হাসান। তার চোখধাঁধানো ৭ ছক্কায় ভর করে ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। এর মধ্য দিয়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে তিন ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে শেষ করল টাইগাররা।
আগের দুই ম্যাচে কিছুটা লড়াই হয়েছিল, তবে শেষ ম্যাচে সাইফের ব্যাটে আফগানদের সব আশা উড়ে যায়। এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ফেরার পর এই সিরিজে আবারও নিজেকে প্রমাণ করলেন তিনি। ইনিংসের প্রথম চারটি বাউন্ডারির তিনটিই ছিল ছক্কা। সঙ্গী তানজিদ হাসানের সঙ্গে গড়েন ৫৫ রানের জুটি। তানজিদ ৩৩ রানে আউট হলেও সাইফের বিধ্বংসী ব্যাটিংয়ে চাপ আসতে দেননি বাংলাদেশ।
জাকের আলি ও শামীম হোসেন দ্রুত আউট হলেও সাইফ ঠাণ্ডা মাথায় রাশিদ খানের শেষ ওভার সামলান, এরপর বাশির আহমেদকে টানা দুটি ছক্কায় পঞ্চাশে পৌঁছান। ম্যাচ শেষ করেন নুরুল হাসান সোহানের ছক্কায়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৪৩ রানে থামে আফগানিস্তানের ইনিংস। শুরুতেই শরিফুল ইসলাম ফেরান ইব্রাহিম জাদরানকে, আর নাসুম আহমেদের শিকার হন গুরবাজ। পাওয়ার প্লেতে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৩৯/৩। এরপরও মাঝেমধ্যে লড়াই চালান আটাল (২৮) ও রাসুলি (৩২)। তবে সাইফ উদ্দিনের তিন উইকেট, নাসুম ও তানজিমের দুই উইকেটে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শেষ দিকে মুজিব উর রাহমান ২৩ রানে অপরাজিত থেকে দলকে লড়াইয়ের মতো পুঁজি এনে দেন।
বাংলাদেশের বোলাররা আবারও সাফল্যের ভিত গড়ে দেন। সাইফ উদ্দিন ৩ ওভারে ১৫ রানে ৩ উইকেট, নাসুম ২ উইকেট এবং তানজিম ২ উইকেট নেন। সিরিজ জুড়েই দারুণ বোলিংয়ে নাসুম আহমেদ হয়েছেন সিরিজ সেরা।
অন্যদিকে ব্যাট হাতে দারুণ ঝড় তোলা সাইফ হাসান হয়েছেন ম্যাচসেরা। তার ইনিংসেই সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই জয়ের ফলে দুই দলের চারটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের জয় হলো দ্বিতীয়বার, আফগানিস্তানের একটি, আরেকটি ড্র হয়েছে।
এখন দুই দল আবু ধাবিতে মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৪৩/৯ (রাসুলি ৩২, আটাল ২৮, মুজিব ২৩*, সাইফ উদ্দিন ৩/১৫)
বাংলাদেশ: ১৪৪/৪ (সাইফ ৬৪*, তানজিদ ৩৩; মুজিব ২/২৬)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।
ম্যান অব দ্য সিরিজ: নাসুম আহমেদ।