সর্বশেষ

জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরি

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০২:৪১
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারী ক্রিকেট বিশ্বকাপের রোমাঞ্চে রেকর্ডের বই উল্টে ফাইনালে উঠেছে ভারত। অজেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়ায় এমন নাটকীয় জয়ের ম্যাচটা ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচের নায়িকা জেমিমা রদ্রিগেজ চোখভরা ভালবাসা আর গর্বের অশ্রু নিয়েই গ্রহণ করলেন ম্যাচ সেরার পুরস্কার। ১৩৪ বলে ১৪টি চারের কারুকাজে ১২৭ রানের অসামান্য ইনিংস খেলে তিনি দলকে পৌঁছে দিলেন ফাইনালের মঞ্চে।

 

টসে জিতে শিশিরের সম্ভাবনা মাথায় রেখেও আগে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। শুরুতে হিলি ফিরলেও একাই ম্যাচ পাল্টে দেন বাঁহাতি ওপেনার ফবি লিচফিল্ড। মাত্র ৭৭ বলেই বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে শেষ পর্যন্ত করেন ৯৩ বলে ১১৯ রান। এলিসা পেরি ৮৮ বলে ৭৭ এবং শেষদিকে অ্যাশলি গার্ডনারের ৪৫ বলে ঝোড়ো ৬৩ রানে ৩৩৮ এর বিশাল সংগ্রহ পায় দলটি। অপরাজিত অস্ট্রেলিয়া হয়তো এই পুঁজি নিয়ে নিশ্চিতই ছিল আরেকটি ফাইনালের টিকিটে।

 

কিন্তু সেই আত্মবিশ্বাস ভেঙে দিল ভারতীয় ব্যাটিং। রান তাড়ায় দ্বিতীয় ওভারেই শেফালি বর্মা আউট হলে চাপ বাড়ে, দশম ওভারে স্মৃতি মান্ধানার বিদায়ে ম্যাচ ভারতের হাত থেকে সরে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। এই পরিস্থিতিতে দারুণ দৃঢ়তায় দলকে পথ দেখান অধিনায়ক হারমানপ্রিত কাউর ও জেমিমা। প্রথমে দেখেশুনে তারপর আগ্রাসন—এই পরিকল্পনাতেই বদলে যায় ম্যাচের চিত্র। শিশিরে বল গ্রিপ করতে সংগ্রাম করছিলেন অজি বোলাররা, আর ঠিক তখনই ভারতীয় ব্যাটাররা বড় শটে ম্যাচ টেনে আনেন নিজেদের পক্ষে।

 

৮৮ বলে ৮৯ রানে হারমানপ্রিত আউট হলে সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন জেমিমা। সেঞ্চুরির আগে তার সহজ ক্যাচ ছেড়ে দেন আলিসা হিলি আর সেই জীবন ফিরে পেয়েই তিনি ভারতকে ইতিহাসের পথে নিয়ে যান। দীপ্ত শর্মার সঙ্গে ৩৪ বলে ৩৮ আর রিচা ঘোষের সঙ্গে ৩১ বলে ৪৬ রানের জুটিতে ম্যাচ ভারতের দিকে হেলে পড়ে। শেষ পর্যন্ত আমনজোত কাউরকে নিয়ে ১৫ বলে ৩১ রান তুলে ৯ বল আগেই জয় নিশ্চিত করেন জেমিমা।

 

দীপ্ত ১৭ বলে করেন ২৪, রিচা ১৬ বলে ২৬ রান করে তোলেন দ্রুত। শেষ রানটি বাউন্ডারি পেরিয়ে যেতেই সতীর্থরা দৌড়ে মাঠে প্রবেশ করেন, আর ক্রিজে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ম্যাচ সেরার নায়িকা জেমিমা। বহু শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘরের মাঠে ফাইনালে উঠল ভারত। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা. দুই দলই আগে কখনো বিশ্বকাপ জেতেনি। অর্থাৎ, নারী ক্রিকেট পাচ্ছে একেবারেই নতুন চ্যাম্পিয়ন।

সব খবর

আরও পড়ুন

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

ক্যাচ মিসের মহড়া, হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের প্রথম ‘টাই’ সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

নারী বিশ্বকাপ ২০২৫ ১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

বাংলাদেশ ক্রিকেট হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

ব্যাটে-বলে ভরাডুবি আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর

বিসিবির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর

সাইফের ছক্কার ঝড়ে আফগানিস্তান হোয়াইটওয়াশ

বাংলাদেশের তিনে তিন সাইফের ছক্কার ঝড়ে আফগানিস্তান হোয়াইটওয়াশ