সর্বশেষ

নারী বিশ্বকাপ ২০২৫

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৮:১৯
১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

নারী ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালের আশা জাগিয়েও শেষ পর্যন্ত এক রানের ব্যবধানে ভেঙে পড়ল বাংলাদেশের স্বপ্ন। শ্রীলঙ্কার বিপক্ষে ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনার পর শেষ ওভারে ১ রানে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানে থেমে যায় নিগার সুলতানার দল। ফলে ৭ রানের হতাশাজনক পরাজয়ে বিদায় নিতে হলো বাংলাদেশ নারী দলকে।

 

সোমবার ন্যাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। শেষ পর্যন্ত চামারি আতাপাত্তুর নেতৃত্বে লঙ্কানরাই জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখল।

 

শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৯ রান। হাতে ছিল পাঁচ উইকেট—নিগার সুলতানা ও রাবেয়া খানের উপস্থিতিতে জয় খুবই নাগালের মধ্যে মনে হচ্ছিল। কিন্তু চামারি আতাপাত্তুর দুর্দান্ত বোলিংয়ে সেই ওভারেই চার উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানা ৭৭ রান করে লং-অফে ধরা পড়লে ভেঙে পড়ে দলের স্বপ্ন। শেষ পর্যন্ত ৬ বলে কেবল ১ রান তুলেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

 

বাংলাদেশের রান তাড়ার শুরুটা ছিল দুর্বল। দ্বিতীয় ওভারে রুবাইয়া হায়দার কট বিহাইন্ড হয়ে ফেরেন। এরপর ফারজানা হক রান আউটে কাটা পড়েন ৭ রানে। সোবহানা মোস্তারি টিকতে পারেননি। ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন শারমিন আক্তার ও নিগার সুলতানা। তাদের ৮২ রানের জুটি বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখায়।

 

৮১ বলে ফিফটি করা শারমিন ৬৪ রান করে পেশির টান অনুভব করায় মাঠ ছাড়েন। পরে আবার নেমেও কিছু করতে পারেননি। অধিনায়ক নিগার খেলেন ইনিংসের সেরা পারফরম্যান্স ৯৮ বলে ৬ চারে ৭৭ রান। কিন্তু শেষ মুহূর্তে তিনিও ফিরলে ভেঙে যায় বাংলাদেশের প্রতিরোধ। দলের অন্য কোনো ব্যাটার ২০ রানের ঘর ছুঁতে পারেননি।

 

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা প্রথম ওভারেই হারায় ভিশ্মি গুনারাত্নেকে। কিন্তু হাসিনি পেরেরা ও চামারি আতাপাত্তু লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর ভিত্তি গড়ে দেন। আতাপাত্তু ৪৬ রান করে ফেরার আগে হাসিনি করেন দারুণ ৮৫ রান (৯৯ বলে ১৩ চার ও ১ ছক্কা)। তাঁর ব্যাটেই ভর করে ২০২ রানে পৌঁছায় শ্রীলঙ্কা।

 

বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার নিয়েছেন ৩ উইকেট, রাবেয়া খান ২টি, আর নাহিদা আক্তার, নিশিতা আক্তার ও মারুফা আক্তার নেন ১টি করে উইকেট।

 

পুরো ম্যাচে বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ ক্যাচ ও রান আউটের সুযোগ নষ্ট করে। হাসিনি পেরেরার ক্যাচ ছাড়েন নিগার, আতাপাত্তুর ফিরতি ক্যাচও হাতছাড়া হয়। সেই ব্যর্থতাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়।

 

এই হারে নারী বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে গেল। আসরে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল।

সব খবর

আরও পড়ুন

সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের প্রথম ‘টাই’ সুপার ওভারে নাটকীয় জয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

বাংলাদেশ ক্রিকেট হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, ব্যর্থতার দায় কার?

আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

ব্যাটে-বলে ভরাডুবি আফগানদের প্রতিশোধে রেকর্ড ব্যবধানে হোয়াইটওয়াশড বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর

বিসিবির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর

সাইফের ছক্কার ঝড়ে আফগানিস্তান হোয়াইটওয়াশ

বাংলাদেশের তিনে তিন সাইফের ছক্কার ঝড়ে আফগানিস্তান হোয়াইটওয়াশ

বিসিবি নির্বাচন নিয়ে তিন দফা দাবি, না মানলে লিগ বর্জনের হুমকি

ক্লাব প্রতিনিধিদের সংবাদ সম্মেলন বিসিবি নির্বাচন নিয়ে তিন দফা দাবি, না মানলে লিগ বর্জনের হুমকি

প্রহসনের নির্বাচনের অভিযোগে আরও এক প্রার্থীর সরে দাঁড়ালেন

বিতর্কিত বিসিবি নির্বাচন প্রহসনের নির্বাচনের অভিযোগে আরও এক প্রার্থীর সরে দাঁড়ালেন