সর্বশেষ

খাগড়াছড়িতে মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৪
খাগড়াছড়িতে মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

খাগড়াছড়ি সদর উপজেলায় এক মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, অষ্টম শ্রেণির ওই কিশোরী প্রতিদিনের মতো মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রাইভেট পড়তে যায়। রাত ৯টার দিকে তার বাড়ি ফেরার কথা থাকলেও সে আর ফেরেনি। উদ্বিগ্ন পরিবার প্রথমে শিক্ষকের বাসায় খোঁজ করলে জানা যায়, ওই দিন যথারীতি প্রাইভেট শেষে ছুটি হয়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় কিশোরীকে একটি ফসলের ক্ষেতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

ভুক্তভোগীর বাবা জানান, তাঁর মেয়েকে অচেতন অবস্থায় পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং ধর্ষণের অভিযোগে তিনি সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন মৃধা বলেন, রাতেই মামলা হওয়ার পর সেনাবাহিনীর সহায়তায় শয়ন শীলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

প্রতিবাদ ও অবরোধ কর্মসূচির ঘোষণা

 

এ ঘটনায় বুধবার সকালে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ মাঠ থেকে শুরু হওয়া মিছিল চেঙ্গী স্কয়ার, আদালত সড়ক ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে নারীরা নিরাপদ নয়; বারবার ধর্ষণের ঘটনা ঘটলেও বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার না হলে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধের হুমকি দেওয়া হয়।

 

উল্লেখ্য, সম্প্রতি পাহাড়ে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ২৭ জুন খাগড়াছড়ির ভাইবোনছড়ায় এবং ১৮ সেপ্টেম্বর গুইমারার সিন্দুকছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ ওঠে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার দাবি করেছে পাহাড়ি সংগঠনগুলো।

সব খবর