সর্বশেষ

ভোলায় ইসলামী নেতা নোমানীকে খুন করেছে তারই কিশোর ছেলে, দাবি পুলিশের

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৯
ভোলায় ইসলামী নেতা নোমানীকে খুন করেছে তারই কিশোর ছেলে, দাবি পুলিশের
মাওলানা আমিনুল হক নোমানীকে খুন

ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি ও দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানীকে তার ১৭ বছর বয়সী ছেলে খুন করেছে বলে দাবি করেছে জেলা পুলিশ। কড়া শাসনের কারণে ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শরীফুল হক।

 

শুক্রবার রাতে তজুমদ্দিন উপজেলা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, “নোমানীর ছেলে একাই ‘কিলিং মিশনে’ অংশ নিয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।”

 

পুলিশ জানায়, দুই মাস আগে থেকেই হত্যার পরিকল্পনা করছিল কিশোরটি। ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে সে শিখেছে কীভাবে আঘাত করলে মৃত্যু নিশ্চিত হয়। এরপর ছুরি, টি-শার্ট, ক্যাপ ও হাতঘড়ি সংগ্রহ করে পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নেয়। ৬ সেপ্টেম্বর রাতে বাবাকে একা পেয়ে ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

 

তদন্তের এক পর্যায়ে ১২ সেপ্টেম্বর সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলেকে ডিবির হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং তার দেখানো স্থানে—বাড়ির পেছনের খাল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

 

পুলিশ সুপার আরও জানান, “বাবার শাসনে ক্ষোভ থেকে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে। ব্যর্থ হওয়ার পর বাবাকে হত্যার সিদ্ধান্ত নেয়।” তবে এই ঘটনায় কিশোর ছেলের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

নিহত নোমানী ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব এবং স্থানীয়ভাবে পরিচিত ধর্মীয় নেতা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, কিশোরটি বাবার সঙ্গে রাগ করে নিজ বাড়িতে না থেকে মামার বাড়িতে থাকত, তবে পড়াশোনা করত বাবার মাদ্রাসাতেই। বর্তমানে মামলাটি ভোলা জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত করছে।

সব খবর

আরও পড়ুন

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

চালক-হেলপারসহ আটক ৩ চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

৫ বছরে সর্বোচ্চ হত্যা মামলা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

২ আনসার সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

জনমনে আতঙ্ক যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরায় আইনজীবী হত্যাকাণ্ড দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

আবারও মব সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ ১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক

মব সন্ত্রাসের পর অনেক কথা হয়, বিচার হয় না

এবছর মবের হাতে প্রাণ গেছে অন্তত ১৮৪ জনের মব সন্ত্রাসের পর অনেক কথা হয়, বিচার হয় না