সর্বশেষ

নাটোরে চিকিৎসককে নিজ কক্ষে গলা কেটে হত্যা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬
নাটোরে চিকিৎসককে নিজ কক্ষে গলা কেটে হত্যা
নিহত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম

নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত জনসেবা হাসপাতালের নিজ কক্ষ থেকে হাসপাতালের স্বত্বাধিকারী ও বিশিষ্ট চিকিৎসক ডা. আমিনুল ইসলামের (৬৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের স্টাফরা দরজা ভেঙে তার মরদেহ দেখতে পান।

 

নিহত আমিনুল ইসলাম জেলার জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি, ড্যাব ও বিএমএ জেলা সভাপতি এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ছিলেন। তিনি নাটোরের সাবেক সিভিল সার্জনও ছিলেন।

 

পুলিশের প্রাথমিক ধারণা, রবিবার রাত থেকে সোমবার সকাল ৮টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় হাসপাতালের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম ও দুজন নার্স। সোমবার সকালে সিজারিয়ান রোগীর ছাড়পত্রের জন্য ডাকতে গিয়ে স্টাফরা তার কক্ষ থেকে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং মেঝেতে গলা কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন।

 

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, “ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করে দ্রুত জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

 

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, “নিহতের গলায় ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যবসায়িক, রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের সম্ভাবনা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় কর্মরত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

 

নিহতের স্ত্রী তাসমিন সুলতানা নাটোর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

 

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের জেলা নেতা আব্দুল আওয়াল রাজা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

 

কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে হবে।”

সব খবর

আরও পড়ুন

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

চালক-হেলপারসহ আটক ৩ চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

৫ বছরে সর্বোচ্চ হত্যা মামলা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

২ আনসার সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

জনমনে আতঙ্ক যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরায় আইনজীবী হত্যাকাণ্ড দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

আবারও মব সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ ১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক

মব সন্ত্রাসের পর অনেক কথা হয়, বিচার হয় না

এবছর মবের হাতে প্রাণ গেছে অন্তত ১৮৪ জনের মব সন্ত্রাসের পর অনেক কথা হয়, বিচার হয় না