সর্বশেষ

মাসে গড়ে ২০টি খুন

চলতি বছরে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ২৩:৩৪
চলতি বছরে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড

রাজধানী ঢাকায় চলতি বছরের প্রথম ১০ মাসে মোট ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

 

ডিএমপি কর্মকর্তা বলেন, “গড়ে মাসে প্রায় ২০টির মতো হত্যাকাণ্ড ঘটে। পুলিশ বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে।” তিনি জানান, সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড তদন্তে অগ্রগতি হয়েছে এবং একাধিক ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তকরণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।

 

পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

 

সাম্প্রতিক আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়া (৪৭) হত্যা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে তিন দুর্বৃত্ত। ঘটনাটি মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই ঘটে।

 

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিবরিয়া দোকানে প্রবেশের কয়েক সেকেন্ড পরই পাঞ্জাবি ও শার্ট পরা তিন ব্যক্তি মাথায় হেলমেট ও মুখে মুখোশ পরে ঢুকে ধারাবাহিকভাবে গুলি চালায়। দোকানে আরও নয়জন উপস্থিত থাকলেও অস্ত্রধারী হামলাকারীদের সামনে কেউ প্রতিরোধ করতে পারেনি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তদন্তে অগ্রগতি দাবি পুলিশের

 

ডিসি তালেবুর রহমান জানান, পুলিশ এই হত্যাকাণ্ডে ‘‘বিস্তারিত অনুসন্ধান’’ চালাচ্ছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনায় জড়িত অন্যদের শনাক্তকরণ শুরু হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পারব।”

 

তবে এখনও পর্যন্ত নিহত কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

হত্যাকাণ্ড বেড়েছে, উদ্বেগে নগরবাসী

 

রাজধানীতে একের পর এক খুনের ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সংঘবদ্ধ অপরাধ, ব্যক্তিগত শত্রুতা এবং রাজনৈতিক সহিংসতা হত্যাকাণ্ড বৃদ্ধির পেছনে অন্যতম কারণ। ডিএমপি বলছে, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনাই দ্রুত সুরাহা করার চেষ্টা চলছে।

সব খবর