সর্বশেষ

রাজধানীতে ট্রেনে অস্ত্র-গুলি উদ্ধার, বনলতা এক্সপ্রেসে সেনাবাহিনীর অভিযান

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১৪
রাজধানীতে ট্রেনে অস্ত্র-গুলি উদ্ধার, বনলতা এক্সপ্রেসে সেনাবাহিনীর অভিযান

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল ‘অপারেশন বনলতা’ নামে অভিযানে অংশ নিয়ে ট্রেনের লাগেজ কোচ থেকে অস্ত্রভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করে।

 

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সেনাবাহিনীর একটি টিম ডগ স্কোয়াডসহ অভিযানে অংশ নেয়। তারা অস্ত্র ও গুলিভর্তি ব্যাগটি উদ্ধার করেছে। তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।” তিনি আরও জানান, “সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।”

 

রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যাগে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি ছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই আটক করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনটি ঢাকায় পৌঁছানোর আগেই কেউ অস্ত্রভর্তি ব্যাগটি ফেলে রেখে যায় অথবা মালামালের ভেতরে গোপনে রেখে যায়।

 

অস্ত্র উদ্ধারের খবর পেয়ে সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয় এবং ট্রেনের যাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দেয়। পরে বনলতা এক্সপ্রেসের বাকি অংশ তল্লাশি করে অন্য কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বনলতা এক্সপ্রেস একটি আধুনিক, বিরতিহীন ট্রেন যা ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে ছয় দিন চলাচল করে। ট্রেনটিতে আধুনিক সুরক্ষা ব্যবস্থা, এয়ারকুলড কেবিন ও স্বয়ংক্রিয় দরজা রয়েছে। এত সুরক্ষা ব্যবস্থার মধ্যেও কীভাবে ট্রেনে এমন অস্ত্র প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে।

 

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ ও সেনাবাহিনী। প্রাথমিকভাবে এটি অস্ত্র চোরাচালান বা নাশকতা চেষ্টার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

৫ বছরে সর্বোচ্চ হত্যা মামলা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

২ আনসার সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

জনমনে আতঙ্ক যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরায় আইনজীবী হত্যাকাণ্ড দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

আবারও মব সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ ১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক

মব সন্ত্রাসের পর অনেক কথা হয়, বিচার হয় না

এবছর মবের হাতে প্রাণ গেছে অন্তত ১৮৪ জনের মব সন্ত্রাসের পর অনেক কথা হয়, বিচার হয় না

বোমা তৈরীর রাসায়নিক ও ককটেল সদৃশ বস্তু জব্দ, আটক ৩

কেরাণীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ বোমা তৈরীর রাসায়নিক ও ককটেল সদৃশ বস্তু জব্দ, আটক ৩