খুলনায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর দুই নেতা পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সংগঠনটির খুলনা শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্যসচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। বর্তমানে তারা খালিশপুর থানা হেফাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় চাল ও অন্যান্য পণ্য বিক্রি করছিলেন এক ডিলার। ওই সময় আশিক ও আব্দুল্লাহ সেখানে গিয়ে ডিলারের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে খালিশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
খালিশপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, “খালিশপুরের বাস্তুহারা মোড়ে ওএমএসের পণ্য বিক্রির সময় দুই যুবক এসে ডিলারের কাছে চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাদের থানায় নিয়ে আসি।”
তিনি আরও জানান, এখনো ওই ডিলার থানায় আনুষ্ঠানিক অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, জনগণের আতঙ্কের সুযোগ নিয়ে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের সাথে যুক্তরা গত ১৪ মাস ধরে নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেন। প্রকাশ পায়নি এমন একাধিক চাঁদাবাজির ঘটনা ঘটার দাবীও করেন তারা।
শুধু খুলনা নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশজুড়েই নানাবিধ অপকর্মের মাধ্যমে প্রতিনিয়ত শিরোনাম হচ্ছেন। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও ঘটনার বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।