সর্বশেষ

শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলার আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা’

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:২১
চট্টগ্রামে হত্যা মামলার আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা’

চট্টগ্রামের হাটহাজারীতে থানায় ঢুকে হত্যা মামলার আসামিকে ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা’ ও পুলিশের ওপর হামলার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মো. রায়হান (২৬), ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারি কলেজ শাখার সাবেক সভাপতি এবং হাটহাজারি পৌরসভার ফটিকা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, আলীপুর রহমানীয়া স্কুলের নবম শ্রেণির ছাত্র তানভীর হত্যাকাণ্ডে মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

“রাতেই রায়হান থানায় এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের ধরতে চাপ দেন এবং গ্রেপ্তার তিনজনকে তার হেফাজতে দেওয়ার দাবি জানান,” বলেন ওসি।

 

তিনি আরও জানান, “রাতে তাকে বুঝিয়ে থানার বাইরে পাঠানো হয়। তবে বুধবার দুপুরে তিনি আবার থানায় এসে একই দাবি করেন। পুলিশ তাকে সরে যেতে বললে তিনি উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং ধাক্কা দেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।”

 

পুলিশের ওপর হামলার অভিযোগে রায়হানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পরে তাকে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ওসি মনজুর কাদের।

 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তানভীরের বাড়িতে মঙ্গলবার রাতে রহমানীয়া স্কুলের শিক্ষকরা সমবেদনা জানাতে গেলে রায়হান ও তার সহযোগীরা সেখানে গিয়ে তাদের অবরুদ্ধ করেন এবং অশোভন আচরণ করেন। এমনকি কয়েকজন শিক্ষকের নাম ধরে তাদের গ্রেপ্তারের হুমকিও দেন তিনি।

 

গত মঙ্গলবার দুপুরে হাটহাজারী পৌরসভার আলীপুর রোড এলাকায় ১৬ বছর বয়সী নবম শ্রেণির শিক্ষার্থী মো. তানভীরকে পিটিয়ে হত্যা করা হয়।
 

তদন্তে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির একটি ভিডিও নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে। তানভীর সেই বিরোধ মীমাংসার চেষ্টা করছিলেন, তখনই তাকে ফাঁদে ফেলে হত্যা করা হয়।

 

ওসি মনজুর কাদের বলেন, “তানভীর হত্যার ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে। পুলিশ তদন্তে অগ্রগতি অর্জন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”

সব খবর

আরও পড়ুন

হাতিয়ায় দুই ডাকাত বাহিনীর গোলাগুলিতে নিহত ৫, আহত অন্তত ১০

চর দখল ও নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হাতিয়ায় দুই ডাকাত বাহিনীর গোলাগুলিতে নিহত ৫, আহত অন্তত ১০

ভালুকায় হিন্দু পোশাক শ্রমিককে দলবদ্ধভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা

‘ধর্ম অবমাননার’ কোনো প্রমাণ মেলেনি ভালুকায় হিন্দু পোশাক শ্রমিককে দলবদ্ধভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা

অন্তর্বর্তী সরকারের শাসনে ‘অপরাধের রাজত্ব’, খুন–ধর্ষণ–ছিনতাইয়ে দিশেহারা দেশ

১১ মাসে ৩৫০৯ খুন অন্তর্বর্তী সরকারের শাসনে ‘অপরাধের রাজত্ব’, খুন–ধর্ষণ–ছিনতাইয়ে দিশেহারা দেশ

দেশে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ড

খুনসহ অপরাধ বাড়াচ্ছে মাদক দেশে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ড

টেকনাফে অপহরণের আতঙ্কে সন্ধ্যার পর নিস্তব্ধ জনপদ

শিশু-কিশোরদের টার্গেট করছে ডাকাত দল টেকনাফে অপহরণের আতঙ্কে সন্ধ্যার পর নিস্তব্ধ জনপদ

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

চাঁদা না দেয়ার জের বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

কক্সবাজারে অধিনায়কসহ র‍্যাব-১৫–এর ৩ শতাধিক সদস্যকে গণবদলি

ইয়াবাকাণ্ড কক্সবাজারে অধিনায়কসহ র‍্যাব-১৫–এর ৩ শতাধিক সদস্যকে গণবদলি