সর্বশেষ

পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ২২:২৮
পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর মিরপুর সেকশন–১২–এর ‘সি’ ব্লক এলাকায় একটি হার্ডওয়্যার দোকানে বসে থাকার সময় মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়ে। মাথা, বুক ও পিঠে গুলি লাগায় ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়দের দাবি, বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের দোকানে ঢুকে খুব কাছ থেকে পিস্তল ঠেকিয়ে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, নিহত গোলাম কিবরিয়া যুবদলের স্থানীয় নেতা ছিলেন। কারা, কোন উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, প্রাথমিকভাবে তা বলা যাচ্ছে না। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়।

 

হঠাৎ এ ধরনের পরিকল্পিত টার্গেট কিলিং রাজনৈতিক পরিস্থিতিতে নতুন প্রশ্ন তুলছে বলে স্থানীয়দের ভাষ্য। এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পাশাপাশি ঘটনার রাজনৈতিক যোগসাজশ নিয়েও আলোচনা চলছে।

সব খবর